বাংলা নিউজ > বায়োস্কোপ > Non Fiction TRP: জি বাংলার ধারেকাছে নেই স্টার জলসা, দিদি নম্বর ১ পারল টপার হতে?

Non Fiction TRP: জি বাংলার ধারেকাছে নেই স্টার জলসা, দিদি নম্বর ১ পারল টপার হতে?

নন ফিকশনে সেরা জি বাংলা। 

নন ফিকশনেও এগিয়ে জি বাংলা। কিছুতেই যেন পেড়ে উঠছে না স্টার জলসা। দেখুন ডান্স বাংলা ডান্স না দিদি নম্বর ১ কে এগিয়ে এল টিআরপি চার্টে। 

এক নজরে দেখলে যে কেউ বলবে টিআরপি-র লড়াইয়ে জি বাংলার সঙ্গে পেড়ে উঠছে না স্টার জলসা। তা সে ফিকশন হোক বা নন ফিকশন। সিরিয়ালগুলির মধ্যে যেমন টানা ১ নম্বরে রয়েছে অনুরাগের ছোঁয়া। তবে সেটা স্টার জলসা থেকে হলেও দুই থেকে পাঁচে শুধুই জি বাংলা। এমনকী সেই হিসেবে স্লটও কিন্তু জি-এর দখলেই। 

এই একই ছবি নন ফিকশনের ক্ষেত্রেও। যদিও জলসায় রিয়েলিটি শোর সংখ্যাও মাত্র একখানা। বাকি তিনটেই জি বাংলার। তবে শনি-রবিবার চলা সেই ধারাবাহিকও থুব বেশি টিআরপি টানতে পারে না। আরও পড়ুন: ‘প্রেমে না, কামে পড়ি… বিছানায় এখনও সক্ষম’, কর্মশক্তির উৎস ফাঁস করলেন কবীর সুমন

চলতি সপ্তাহে এগিয়ে রয়েছে ডান্স বাংলা ডান্স। এবারের সিজন জমজমাট। বিচারকের আসনে তিন কন্যে একেবারে জমিয়ে তুলেছেন। সঙ্গে মহাগুরুর হিসেবে মিঠুন তো অতুলনীয়। অন্যদিকে উপস্থাপক হিসেবে অঙ্কুশ হাজরাকে নিয়ে যতই ট্রোল হোক না কেন, ছুটির রাতে টিভির পর্দায় সেসব দেখতে খুবই পছন্দ করে বাঙালি। আরও পড়ুন: তৃণমূলের ক্রিকেটার মন্ত্রী মনোজ গেলেন অরিজিতের জিয়াগঞ্জে, আছে কি রাজনৈতিক যোগ?

এদিকে দিদি নম্বর ১ এতদিন থাকত পয়লা নম্বরেই। তবে নাচের এই শো টেনে নামিয়েছে বাংলার দিদিকে। বিগত ১০ বছর ধরে রচনা মাতিয়ে আসছেন এই গেম শো। সেই শুরুর সময় থেকে এখনও এক চুল জনপ্রিয়তা কমেনি দিদি নম্বর ১-এর। 

এক নজরে দেখুন নন-ফিকশনের টিআরপি তালিকা-

ডান্স বাংলা ডান্স (৭.১)

দিদি নম্বর ১ সানডে ধামাকা (৬.৭)

সুপার সিঙ্গার সিজন ৪ (৩.৬)

ঘরে ঘরে জি বাংলা (১.৩)

তিন নম্বরে যথারীতি সুপার সিঙ্গার সিজন ৪। কিছুতেই যেন বাড়ছে না এই রিয়েলিটি শো-র জনপ্রিয়তা। শান, রূপম, মোনালিরা চলতি সিজনে পারলেনই না দর্শক মনে জায়গা করতে। সঞ্চালক যিশুও দর্শক টানতে ব্যর্থ নাকি বলা চলে ‘ভাঁড়ামি’ করতে!

তথৈবচ অবস্থা ঘরে ঘরে জি বাংলার। । অপরাজিতা আঢ্য আর ইন্দ্রাণী হালদারের সঞ্চালনায় ২০২২-এর শেষেই শুরু হয়েছে এটি রান্নাঘর শেষ করে। তবে কাজের কাজ সেরকম হয়নি। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন