বাংলা নিউজ > বায়োস্কোপ > Nora Fatehi birthday: দুবাইয়ে মাঝ সমুদ্রে বেলি ড্যান্স, ইয়টেই বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন নোরার

Nora Fatehi birthday: দুবাইয়ে মাঝ সমুদ্রে বেলি ড্যান্স, ইয়টেই বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন নোরার

জন্মদিনে দুবাইতে ছিলেন নোরা ফাতেহি

Nora Fatehi birthday: জন্মদিনে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন নোরা। দুবাইয়ে মাঝ সমুদ্রে ইয়টে বান্ধবীদের সঙ্গে উদ্দাম নাচে মত্ত অভিনেত্রী। কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করছেন তিনি।

বলিউডের সেরা নৃত্যশিল্পীর তালিকায় সবার উপরে রয়েছেন নোরা ফাতেহি। তাঁর নাচের দক্ষতা যে কারও কাছে ঈর্ষনীয়। ৬ ফেব্রুয়ারি ৩১ বছরে পা দিলেন নোরা। দুবাইয়ের ইয়টে বন্ধুদের সঙ্গে পার্টি করে দিনটি উদযাপন করলেন বলিউডের এই ‘আইটেম গার্ল’। কেমন করে এই জন্মদিনটা কাটালেন নোরা? ইনস্টাগ্রামে সেই ঝলকও শেয়ার করেছেন অভিনেত্রী।

জন্মদিনে ফ্লোরাল প্রিন্ট টপের সঙ্গে মিনি স্কার্ট পরেছেন নোরা। বান্ধবীদের সঙ্গে উদ্দাম নাচে মত্ত অভিনেত্রী। কোমর দুলিয়ে দুলিয়ে বেলি ড্যান্স করছেন তিনি। সামনে রাখা জন্মদিনের কেক এবং ফুলের তোড়া। ভিডিয়ো শেয়ার করে নোরা লেখেন, ‘আমি মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু মনোযোগ আমাকেই দিয়েছে’।

বন্ধুদের সঙ্গে নেচে-গেয়ে নিজের বিশেষ দিনটি রঙিন করলেন অভিনেত্রী। বেলি ড্যান্সে মগ্ন হতে দেখা গিয়েছে বার্থ ডে গার্লকে। নোরা ভিডিয়োটি শেয়ার করতেই কমেন্টে জন্মদিনের শুভেচ্ছার বন্যা। নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন তাঁর পোস্টে। আরও পড়ুন: লতা মঙ্গেশকরের প্রথম মৃত্যুবার্ষিকী, স্মরণ করলেন কাজল, হেমা, আশা, রবিনারা

নোরা সম্প্রতি আন্তর্জাতিক র‌্যাপার নিকি মিনাজের সঙ্গে কোলাবোরেশন করবেন। জ্যাক নাইটের সঙ্গে 'ডার্টি লিটল সিক্রেট' গানের জন্যও শিরোনামে রয়েছেন অভিনেত্রী। আসন্ন প্রোজেক্ট সম্পর্কে বলতে গিয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নোরা বলেছেন, ‘এ বছর একাধিক দুর্দান্ত প্রোজেক্ট করতে চলেছি। এগুলির জন্য মুখিয়ে রয়েছি। বাণিজ্যিক ফিচার ফিল্মেও মুখ্য চরিত্রে দর্শক দেখতে পাবে আমাকে। এ ছাড়া এ বছর এমন কয়েকজনের সঙ্গে কাজ করব, যাঁদের সঙ্গে দীর্ঘ দিন কাজ করার ইচ্ছে ছিল আমার’।

বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা। নাচ দিয়েই ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তোলেন এই মডেল-নৃত্যশিল্পী। ফ্যাশন সচেতন হিসেবেও তাঁর খ্যাতি কম নয়। যদিও বর্তমানে খুব একটা ভালো কাটছে না নোরা ফাতেহির। ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় জড়িয়ে নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। সুকেশ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

বন্ধ করুন