বাংলা নিউজ > বায়োস্কোপ > হাতে সাড়ে তিন লাখি ব্যাগ! কালো লেদারের পোশাকে ‘সেক্সি বস লেডি’ নোরা, চর্চায় লুক

হাতে সাড়ে তিন লাখি ব্যাগ! কালো লেদারের পোশাকে ‘সেক্সি বস লেডি’ নোরা, চর্চায় লুক

নোরা ফাতেহি (ছবি হিন্দুস্তান টাইমস/ বরিন্দর চ্যাওলা)

মরোক্কান সুন্দরীর পোশক হোক কিংবা নাচ, নেটমাধ্যমে চর্চার শেষ নেই।

বছরের শেষ মাস। মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর গ্ল্যামারাস লুকে ধরা দিলেন অভিনেত্রী নোরা ফাতেহি। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে ধরা দিয়েছেন তিনি। মুম্বই বিমানবন্দর থেকে ফ্লাইট ধরার আগে নোরার এই লুক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনের। ছবি শিকারীদের হাতে লেন্সবন্দি হয়েছেন নায়িকা। 

বর্তমানে লেদারের পোশাক ট্রেন্ড। বলি ডিভাদের এয়ারপোর্ট লুক হামেশাই ছবি শিকারীদের হাতে লেন্সবন্দি হয়। কালো ক্রপ টপের সঙ্গে শর্ট লেদার প্যান্ট পরে এদিন লেন্সবন্দি হন নোরা। তাঁর ছবি হু হু করে ভাইরাল হয় নেটমাধ্যমে। দেখুন নোরার এয়ারপোর্ট লুক-

মুম্বই এয়ারপোর্টে নোরা (ছবি হিন্দুস্তান টাইমস/ বরিন্দর চ্যাওলা)
মুম্বই এয়ারপোর্টে নোরা (ছবি হিন্দুস্তান টাইমস/ বরিন্দর চ্যাওলা)
মুম্বই এয়ারপোর্টে নোরা (ছবি হিন্দুস্তান টাইমস/ বরিন্দর চ্যাওলা)
মুম্বই এয়ারপোর্টে নোরা (ছবি হিন্দুস্তান টাইমস/ বরিন্দর চ্যাওলা)

কালো ক্রপ টপের উপর লেদারের জ্যাকেট, নীচে লেদারের শর্ট প্যান্ট; স্টিলেটো শ্যু পরে হাতে কালো ব্যাগ নিয়ে এক্কেবারে ‘বসি লেডি’ লুকে ধরা দিয়েছিলেন নোরা।

বলিউডে ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নৃত্যশিল্পী নোরা ফতেহি। তাঁর এক একটি আইটেম নম্বর ঝড় তোলে নেটমাধ্যমে। মূলত বেলি ডান্সের জন্যই সবথেকে বেশি পরিচিতি তিনি। মর্ডান ড্রেসিং সেন্স, কিলার লুকস আর পারফেক্ট ফিগার- মারকাটারি কম্বিনেশন মজুত রয়েছে নোরার মধ্যে। এই মরোক্কান সুন্দরীর সুশ্রী মুখ আর চাবুক ফিগারে ফিদা সকলেই। এক কথায় আজকের দিনে বলিউডের সেনসেশন নোরা।

এদিন অভিনেত্রী হাতে যে কালো ব্যাগটি নিয়েছিলেন, সেটি ‘লুই ভুটন’ ব্র্যান্ডের। ভারতীয় মুদ্রায় টটে ব্যাগটির মূল্য ৩ লক্ষ ৪১ হাজার ২৬৯ টাকা।

নোরার হাতের ব্যাগ (louisvuitton.com)
নোরার হাতের ব্যাগ (louisvuitton.com)

নোরার পোশাক এবং হাতের ব্যাগ সম্পর্কে আপনার কী মতামত?

 

বন্ধ করুন