অভিনয়ে পোক্ত না হলেও নাচে দক্ষতার সুবাদে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন নোরা ফাতেহি। ডান্স রিয়েলিটি শো ডান্স প্লাস প্রো-তে সদ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি। একটি BTS মুহূর্ত সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন নোরা। রিলে ভিডিয়োতে ফিল্ম ‘স্ট্রিট ডান্সার থ্রি’ থেকে ‘লাগদি লাহোর দি’ ট্র্যাকে প্রতিযোগী রিতিকা শর্মার সঙ্গে নেচেছেন নোরা। রেমো ডি'সুজা পরিচালিত স্ট্রিট ডান্সার থ্রি-তে নোরা বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন।
ক্যাপশনে নোরা রিতিকাকে ট্যাগ করে লিখেছেন, ‘ওর দিকে তাকিয়ে দেখুন। আমি এই সুন্দরীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ওকে #DancewithNora ক্লাবে যোগ করাব। এখন ও সেখানে। এটা আমার জন্য SWAG! ওকে ড্যান্স প্লাস প্রোতে দেখুন’। আরও পড়ুন: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ফারুকী, কেমন আছেন বাংলাদেশের পরিচালক, জানালেন স্ত্রী তিশা
কোরিওগ্রাফার রেমো ডি'সুজা, যিনি ডান্স প্লাস প্রো-এর একজন বিচারকও। তিনি সম্প্রতি নোরার পোস্টে আগুন ইমোজি দিয়েছেন। শোয়ের হোস্ট তুষার শেট্টিও পোস্টে ভালোবাসা উজাড় করেছেন। অভিনেত্রী কণিকা মানও প্রশংসা করেছেন। আরও পড়ুন: বহু বছর পর ফিরছে মিঠুন-দেবশ্রী জুটি, সঙ্গী সোহম! হয়ে গেল ‘শাস্ত্রী’র শুভ মহরত
বলিউডি ছবির আইটেম গানেই বেশি নাচতে দেখা যায় নোরাকে। আইটেম গানে তিনি প্রায় অদ্বিতীয়। সেই গানগুলোর জনপ্রিয়তাও কিছু কম নয়। ভালো ডান্সার হিসেবে নিজেকে প্রমাণ করলেও, অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাননি তিনি। তাঁর নাচ আর সৌন্দর্যে মুগ্ধ হাজার হাজার অনুরাগী। আরও পড়ুন: মেয়ের হাতের ট্যাটু মেহেন্দিতে নিজের হাতে এঁকেছেন, আইরাকে আদরে-চুমুতে ভরালেন আমির
আগামীকে নোরাকে ফারহান আখতার প্রযোজিত ‘মারগাও এক্সপ্রেস’ ছবির মূল চরিত্রে দেখা যাবে। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হতে চলেছে অভিনেতা কুনাল খেমুর। কমেডি ছবিতে নোরাকে এক রোমাঞ্চকর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে তাঁর সঙ্গে প্রতীক গান্ধী, দিব্যেন্দু শর্মা, অবিনাশ তিওয়ারির মতো অভিনেতারা আছেন। আগামী ২২ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
এছাড়াও বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘ক্র্যাক’ ছবিতে দেখা যাবে নোরা ফাতেহিকে। ছবিতে রয়েছেন রুক্মিণী মৈত্রও। ‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত, যিনি এর আগে হিমেশা রেশামিয়া-অভিনীত ২০০৫ সালের রোম্যান্টিক থ্রিলার ‘আশিক বানায়া আপনে’ পরিচালনা করেছিলেন।