Nora Fatehi Networth: কানাডা থেকে এসে মুম্বইয়ে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছেন নোরা। তাঁর জীবনযাত্রা দেখলে চোখ ধাঁধাবে-
1/6বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফতেহি। অভিনয়ের চেয়ে নাচ নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। কানাডা থেকে এসে নোরা মুম্বইয়ে পাকাপাকি ভাবে নিজের জায়গা করে নিয়েছেন। নোরার জীবনযাপনও বেশ বিলাসবহুল। বাড়ি, গাড়ি থেকে হাতে দামী ব্যাগ- তাঁর জীবনযাত্রা দেখলে চোখ ধাঁধাবে-
2/6মুম্বইয়ে নোরার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রায় ১০ কোটি টাকার এই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন পিটার মারিনো।
3/6নোরার একটি বিলাসবহুল ভ্যানিটি ভ্যানও রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ভ্যানটির দাম প্রায় ৫ কোটি টাকা।
4/6দামী হ্যান্ডব্যাগ খুব পছন্দ করেন নোরা। তাঁর হাতে অনেকবার ৭ লাখ টাকা দামের হারমে বার্কিনস ব্যাগ দেখা গিয়েছে। এছাড়াও, তিনি লুই ভিতোঁর ব্যাগ নিয়ে হাজির হয়েছেন। এসব ব্যাগের দাম প্রায় পাঁচ লাখ টাকা।
5/6ভারতে প্রতিষ্ঠিত হতে শুরুর দিকে অনেক সংগ্রাম করেছেন নোরা। বর্তমানে এমন বিলাসবহুল জীবনযাপন করেন। তবে শুরুটা মোটেই এমন ছিল না তাঁর।
6/6এক পুরনো সাক্ষাৎকারে নোরা জানিয়েছিলেন, মাত্র ৫ হাজার টাকা নিয়ে কানাডা থেকেল ভারতে এসেছিলেন নোরা। কঠোর পরিশ্রম করে নিজেক জায়গা তৈরি করেছেন। বর্তমানে প্রায় ৩০ কোটি টাকার মোট সম্পত্তির পরিমাণ তাঁর।