অভিনেত্রীর থেকেও বলিপাড়ায় নৃত্যশিল্পী হিসাবেই বেশি পরিচিত তিনি। বহুবার তাঁর নৃত্যকলাকৌশল মুগ্ধ করেছে দর্শকদের। ২০১৮ সালে মুক্তি পাওয়া জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ ছবির 'দিলবর' গানে নেচে মুগ্ধ করেছিলেন নোরা। তবে কি জানেন, এই গানের সঙ্গে নাচার প্রস্তাবে শুরুতে রাজিই ছিলেন না তিনি।
কিন্তু কেন রাজি হননি নোরা?
এক সাক্ষাৎকারে নোরা ফতেহি বলেন, ‘এই গানে পারফর্ম করার জন্য আমি যখন ফিল্ম মেকারদের সঙ্গে আলোচনার বসি, ওরা বলল, এই গানটি তাঁরা এবার আইটেম সং হিসাবে বানাতে চান। হট অ্যান্ড সেক্সি করে বানাতে চান। তবে আমি বলেছিলাম, আইটেম সং-এর ক্ষেত্রে শরীর দেখালেই অর্ধেক কাজ হয়ে যায়। তবে আমি এক্ষেত্রে তেমনটা করতে চাই না। কোরিওগ্রাফির উপর বেশি জোর দিতে চাই। এই গানটিকে আরও বেশি করে নাচ কেন্দ্রিক করে তুলতে চাই। যাতে এটা পরিবারের সকলের সঙ্গে বসে দেখা যায়, সেভাবেই বানাবো। যাতে এটা দেখে কেউ অস্বস্তিবোধ না করে। এই নাচের স্টেপ দেখে যখন অনেকে বলেন, উফ কী স্টাইল! আমিও এটা ট্রাই করতে চাই।’
নোরা বলেন, ‘এরপর যখন শ্যুটিং শুরু হল, এই গানে নাচার জন্য যে ব্লাউজটি আমাকে দেওয়া হল, সেটা ছিল খুবই ছোট আর টাইট। ওটা দেখেই আমি বললাম, আমি এটা পরতে পারব না। আর পরতে হলে আমি কাজটা করব না। দয়া করে অতিরিক্ত যৌন আবেদন আনতে বলবেন না। আমরা সকলেই জানি এটা সেক্সি একটা গান। আর আমাদের মধ্যে সহজাতভাবেই যৌন আবেদনও রয়েছে। দয়া করে এমন কিছু করতে বলবেন না, যাতে এটা অশ্লীল রূপ পায়। আমার কথায় বাধ্য হয়ে ওঁরা আবারও এই ব্লাউজটি আমার জন্য বানিয়েছিল। এরপর যেটা আমায় দেওয়া হয়েছিল, তাতে আমি অনেকটা স্বচ্ছন্দ বোধ করছিলাম।’
শেষবার নোরা ফতেহিকে দেখা গিয়েছে কুণাল খেমুর পরিচালনায় প্রথম ছবি ‘মাদগাঁও এক্সপ্রেসে’। খুব শীঘ্রই তিনি বরুণ তেজ এবং মীনাক্ষী চৌধুরী অভিনীত পিরিয়ড ড্রামা ‘মটকা’ দিয়ে তেলুগু ছবির দুনিয়ায় পা রাখবেন।
ব্যক্তিগত জীবনে নোরা ফতেহির জন্ম এবং বেড়ে ওঠা কানাডায়। তাঁর বাবা-মা উভয়েই মরক্কোর বংশোদ্ভূত। তিনি টরন্টোর ওয়েস্টভিউ সেন্টেনিয়াল সেকেন্ডারি স্কুল থেকে স্নাতক হন। তিনি ইয়র্ক ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। যদিও নোরার কথায়, 'আমি নিজেকে একজন ভারতীয় বলেই মনে করি।'