বলিউডে ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নৃত্যশিল্পী নোরা ফতেহি। তাঁর এক একটি আইটেম নম্বর ঝড় তোলে নেটমাধ্যমে। মূলত বেলি ডান্সের জন্যই সবথেকে বেশি পরিচিতি পেয়েছে নোরা। আবারও নতুন আইটেম গান নিয়ে ফিরলেন অভিনেত্রী। নাম ‘কুসু কুসু’।
জন আব্রাহামের আসন্ন ছবি ‘সত্যমেব জয়তে ২’এর আইটেম নম্বর নোরার এই নতুন গান। ইউটিউবে মুক্তি পেতেই দেদার ভিউ বাড়ছে এই গানের। গানটি লিখেছেন তানিশক বাগচী। গানের সিগনেচার স্টেপে শরীরি হিল্লোলে ঝড় তুললেন ‘কুসু কুসু’ নোরা। নেটিজেনরা ইতিমধ্যে দারুণ পছন্দ করেছে এই গান। দেখুন-
আগামী ২৫ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে 'সত্যমেব জয়তে টু'। দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াইয়ের গল্প উঠে আসবে ছবিতে। ইতিমধ্যে সামনে এসেছে ছবির ট্রেলার। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলার। রীতিমতো ধামাকা দেখিয়েছেন জন।
জন ছাড়াও ছবিতে অন্যান্যা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিব্যা খোসলা কুমার, রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো অভিনেতারা। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। তিনি ছবির চিত্রনাট্যও লিখেছেন। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে ফের একবার পর্দায় ঝড় তুলতে আসছে জন।