বাংলা নিউজ > বায়োস্কোপ > Mrs Chatterjee Vs Norway: ‘টিমের ২ মহিলা সদস্যকে হুমকি দিয়েছেন',নরওয়ের রাষ্ট্রদূতের নামে বিস্ফোরক অভিযোগ নির্মাতার

Mrs Chatterjee Vs Norway: ‘টিমের ২ মহিলা সদস্যকে হুমকি দিয়েছেন',নরওয়ের রাষ্ট্রদূতের নামে বিস্ফোরক অভিযোগ নির্মাতার

রানির ছবি নিয়ে হইচই 

রানির ‘মিসেস চ্যাটার্জি…’ দেখে ক্ষুব্ধ নরওয়ের রাষ্ট্রদূত। তাঁর বিরুদ্ধে পাল্টা টিমের দুই মহিলা সদস্যকে হুমকি দেওয়া ও ভয় দেখানোর অভিযোগ প্রযোজক নিখিল আডবানির। 

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে ‘ভুল তথ্য’ দেখানো হয়েছে এমনই অভিযোগ নরওয়ের রাষ্ট্রদূতের। শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে'। মুক্তির আগের দিন ছবির স্পেশ্য়াল স্ক্রিনিং-এর আয়োজন করা হয়েছিল নরওয়ের রাষ্ট্রদূতের জন্য। সেই ছবি দেখে খচে লাল নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। এদিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে ক্ষোভ উগরে দেন নরওয়ের এই কূটনীতিবিদ।

একটা গোটা দেশের বিরুদ্ধে এক মায়ের এই লড়াই উঠে এসেছে রানি মুখোপাধ্যায়ের ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে। তবে এই কাহিনি কিন্তু কঠিন বাস্তব। শুধু বাস্তবের মিসেস চ্য়াটার্জির নাম দেবিকা নয়, সাগরিকা। এক দশক আগের কঠিন বাস্তব এই ছবিতে পর্দায় ফুটিয়ে তুলেছেন অসীমা ছিব্বর। নরওয়েতে সংসার পেতেছিলেন বাঙালি দম্পতি সাগরিকা চট্টোপাধ্যায় এবং অনুরূপ ভট্টাচার্য। দুই সন্তানকে নিয়ে ছিল তাঁদের সুখী সংসার। তবে সাগরিকার থেকে নরওয়ে সরকার ছিনিয়ে নিয়েছিল তাঁর দুই সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে। সেই হৃদয়বিদারক কাহিনি এই ছবির প্রেক্ষাপট। অথচ সেই গল্প পর্দায় দেখে তাঁকে ‘ভুল তথ্যে ভরা’ বলে উল্লেখ করেন নরওয়ের রাষ্ট্রদূত। পালটা জবাব ছবির নির্মাতা নিখিল আডবানির। তিনি এমনটাও বলেন, স্ক্রিনিং শেষে টিমের দুই মহিলা সদস্যকে উনি 'হুমকি দিয়েছেন। যদিনও নিখিলের কথায় স্পষ্ট নয়, তাঁদের মধ্যে একজন ছবির পরিচালক আসীমা ছিব্বর কিনা।

নিখিল টুইটারে লেখেন, ‘অতিথি দেব ভব! এটা আমাদের ভারতীয় সংস্কৃতি। আমাদের বড়রা এটা শিখিয়েই আমাদের বড় করেছেন। গত সন্ধ্যায় আমরা নরওয়েজিয়ান দূতের জন্য স্বেচ্ছায় মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের স্ক্রিনিং-এর ব্যবস্থা করেছিলাম। স্ক্রিনিং শেষে দেখলাম, উনি দুই সাহসী মহিলাকে ভয় দেখাচ্ছেন যাঁরা এই গল্পটা বলার সাহস দেখিয়েছে। আমি চুপ ছিলাম, কারণ ঠিক সাগররিকা চক্রবর্তীর মতোই ওদের আমাকে দরদার ছিল না, পাশাপাশি সাংস্কৃতিগতভাবে অতিথিদের ডেকে অপমান করার শিক্ষা আমরা পাই না।’

এরপর নিখিল নিজের টুইটে সাগরিকা চট্টোপাধ্যায় অর্থাৎ বাস্তবের মিসেস চ্যাটার্জির একটি ভিডিয়ো জুড়ে দেন। সেখানে সাগরিকাকে বলতে শোনা গেল,' আমি নরওয়ের রাষ্ট্রদূতের মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। আমার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যাচার ছড়ানোর চেষ্টা করছেন। এত বছর পরও নরওয়ে সরকার আমার কাছে ক্ষমা পর্যন্ত চায়নি। তারা আমার জীবন নষ্ট করেছে, আমার সম্মান নষ্ট করেছে। আমার সন্তানরা এখনও ওই ঘটনার স্মৃতি আজ এত বছর পরেও বয়ে বেড়াচ্ছে। তবে ওই সময় ভারত সরকারই আমাকে অনেক সাহায্য করেছিল, তার জন্য আমি কৃতজ্ঞ'।

শুক্রবার টুইটারে নিজের মতামত শেয়ার করে নরওয়ের রাষ্ট্রদূত জানান, ‘এই ছবিটি একেবার ভুল তথ্যে ভরা। নরওয়ের নাগরিক হিসাবে আমার এই বিষয়টা পরিষ্কার করে দেওয়া কর্তব্য যে এই ছবিটিতে তথ্যগত ভুল রয়েছে। এই ছবিতে দুই দেশের সাংস্কৃতিক পার্থক্য দেখানো হয়েছে, সে়টাও সম্পূর্ণ সত্য নয়।’

নরওয়ের রাষ্ট্রদূত বলছেন, ‘বিভিন্ন সংস্কৃতির জন্য আমাদের যে সম্মান রয়েছে তা নষ্ট হয়েছে।’ তিনি জানান, ‘শিশুর সুরক্ষা একটি বড় দায়িত্বের বিষয়, সেটি কখনওই লাভ বা পেমেন্ট দিয়ে বোঝানো যায় না।’ তাঁর সংযোজন- ‘মা তাঁর সন্তানকে হাত দিয়ে খাওয়াবে কিংবা এক বিছানায় বাচ্চার সঙ্গে শোবে বলে রাষ্ট্র সন্তানকে মায়ের কোল ছাড়া করবে, এটা কোনও দেশেই হয় না। এই ছবিটি দেখে অস্বস্তি হচ্ছিল। আমার ভাবতেও খারাপ লাগছে আমার ভারতীয় বন্ধুরা আমাদের সম্পর্কে ভুল ধারণার শিকার হবে। ভাববে, নরওয়ের বাসিন্দরা কঠোর, যাঁদের হৃদয় নেই। যা একদম অসত্য’।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

দেশে ফিরেই সরকারকে এক হাত নিলেন ভারতের পতাকা ওড়ানো পাকিস্তানি খেলোয়াড় কেন্দ্রীয় মন্ত্রীর কথপোকথনের অডিও গেহলটই দিয়েছিলেন তাঁর সহায়ককে! দাবি লোকেশের ৩০ তারিখ আরও ৫৯ হাজার জনের চাকরি যাবে, বিস্ফোরক দাবি BJP বিধায়ক অমরনাথ শাখার সজোরে ট্রাকে ধাক্কা গাড়ির, কাক ভোরে তেলেঙ্গানায় গতির বলি একই পরিবারের ৬ ‘সব মানুষকে খুশি করা কঠিন’, প্রধানমন্ত্রী 'মুসলিম কোটা' মন্তব্যে কুর্নিশ লারার আজ শুক্র মঙ্গলের ঘরে প্রবেশ করল, ৪ রাশির হতে পারে আর্থিক ক্ষতি, থাকতে হবে সতর্ক ‘‌সেদিন পিতা–পুত্র কেউ ছিল না’‌, নাম না করে শিশির–শুভেন্দুকে তুলোধনা মমতার ‘আপনি অনুপ্রেরণা ম্যাডাম’, মেদিনীপুর-হাওড়া লোকালের প্রথম মহিলা চালক দাদাগিরিতে মেয়ের ছবিতে এসকর্ট গার্ল লিখে পোস্টারিং, আন্তর্জাতিক টেনিস তারকার বিরুদ্ধে FIR বাবা - মা থাকেন না বাড়িতে, তাপপ্রবাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু কিশোরীর

Latest IPL News

তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.