বাংলা নিউজ > বায়োস্কোপ > Sumedh Shinde as Laal Singh Chaddha: আমির খান নন, ‘লাল সিং চাড্ডা’র পাশে অভিনেতা হিসাবে এ কার নাম! অবাক সকলে

Sumedh Shinde as Laal Singh Chaddha: আমির খান নন, ‘লাল সিং চাড্ডা’র পাশে অভিনেতা হিসাবে এ কার নাম! অবাক সকলে

লাল সিং চাড্ডার পাশে কার নাম?

Sumedh Shinde as Laal Singh Chaddha: সুমেধ শিন্ডে নামের একজন নাকি লালা সিং চাড্ডার ভূমিকায় অভিনয় করেছেন। বিষয়টি কী?

লাল সিং চাড্ডার ভূমিকায় আমির খান নন। অন্য কেউ। হালে এমনই একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, লাল সিং চাড্ডা নামের পাশে লেখা আছে সুমেধ শিন্ডের নাম। বিষয়টি কী?

হালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আলোচনা কম হয়নি। আমির খানের বহু প্রতিক্ষিত ছবিটি বক্সঅফিসে বিশেষ দাগ কাটতে পারেনি। এই ছবি এক প্রকার মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। তার ফলে আমির খান নিজেও জানিয়েছিলেন, তিনি এই ছবি থেকে কোনও পারিশ্রমিক নেবেন না। 

কিন্তু এর পরেও ম্যাজিক হয়েছে। ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। আর সেখানে ব্যাপক হারে জনপ্রিয় হয়েছে এই ছবি। কিন্তু তার মধ্যেই হঠাৎ ভাইরাল হল নতুন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, লাল সিং চাড্ডার নামের পাশে লেখা রয়েছে সুমেধ শিন্ডে বলে একজনের নাম। আমির খানের নাম নেই কেন?

আসলে এই সুমেধ শিন্ডে এর আগে আমির খানের হয়ে ডাবিংয়ের কাজ করেছেন। এবার ‘লাল সিং চাড্ডা’র ইংরেজি সংস্করণে লাল সিংয়ের গলায় তাঁকেই যাবতীয় কথা বলতে শোনা যাবে। আর সেই কারণেই ওটিটি মাধ্যমে ইংরেজি লাল সিংয়ের নামের পাশে রয়েছে তাঁর নাম।

এই ছবিটি সুমেধ নিজেই শেয়ার করেছেন। তার সঙ্গে লিখেছেন, ‘থ্রি ইডিয়টস’ ছবিতেও তিনি আমিরের হয়ে ডাবিং করেছিলেন। সেই সময়ে তিনি মাত্র দু’টি বাক্য ডাব করেছিলেন। এবার গোটা সিনেমা ডাব করার সুযোগ পেয়েছেন। কারণ গোটা ইংরেজি সংস্করণে আমির নিজের কণ্ঠে একটি কথাও বলেননি। তাই কেউ যদি ওটিটি মাধ্যমে ইংরেজি ভাষায় ছবিটি দেখেন, তাহলে তাঁরা পুরোটাই সুমেধের কণ্ঠ শুনবেন, আমিরের কণ্ঠ শুনবেন না। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.