মাত্র কিছু মাস হয়েছে যে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সংসার আলো করে এসেছে তাঁদের মেয়ে। তবে জানেন কি 'নিউ মম' মোটেই তাঁর মেয়ে দুয়ার জন্য রাত জাগেন না। সেই একরত্তি মায়ের রাতের ঘুম মোটেই কেড়ে নেয়নি। তাহলে কে রাত জাগিয়ে রাখে অভিনেত্রীকে, এদিন নিজেই জানালেন সেই কথা।
আরও পড়ুন: প্রতিটি দলের জন্য আলাদা আলাদা গান! আইপিএলের উদ্বোধনে ছুটল শ্রেয়া ম্যাজিকের ছররা
আরও পড়ুন: 'আরেকটা গানের ওপারে হতে চলেছে চিরসখা', দাবি দুলাল লাহিড়ির! সুদীপের প্রশংসায় কী লিখলেন অভিনেতা?
কী জানালেন দীপিকা?
অনেকেই জানেন যে যাঁদের বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে বলা ভালো সদ্যজাত শিশু থাকে তার বাবা মায়ের রাতে ঘুম অনেক সময় তাকে সামলাতে গিয়ে, খাওয়াতে গিয়ে উড়ে যায়। অনেক শিশুরাই ছোটবেলায় রাতে জেগে থাকে। কিন্তু না। রণবীর কন্যা কিন্তু মোটেই মাকে রাতে জাগিয়ে রাখে না। ভাবছেন তাহলে কে দীপিকার ঘুম কাড়ল? কার নাম করলেন? তাহলে জানাই অভিনেত্রীর এক অভ্যাস দায়ী এটার জন্য। তাঁর এই কাজের জন্যই তিনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন বলেও ২ টো পর্যন্ত জেগে থাকেন। কিন্তু কী সেই অভ্যাস? আমার আপনার মতোই রিল দেখার অভ্যাস।
এদিন দীপিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে লেখা 'আমি রোজ ভাবি ১০ টা নাগাদ ঘুমিয়ে পড়ব। কিন্তু রাত দুটোয় আমি...' সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি রূপালি এবং সোনালি রং মিশাচ্ছেন তুলিতে করে। আর অন্ধকার ঘরে বিছানায় শুয়ে সেটাই দেখছেন এক মহিলা।

প্রসঙ্গত দীপিকা এবং রণবীর ২০২৪ সালেই তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেন। তাঁদের বিয়ের ৬ বছর পর সন্তান সুখ পান এই তারকা দম্পতি। এখনও পর্যন্ত মেয়ের মুখ না দেখালেও ছবি প্রকাশ্যে এনেছেন রণবীর এবং দীপিকা। জানিয়েছেন তাঁদের মেয়ের নাম তাঁরা দুয়া রেখেছেন। দিওয়ালির আমেজে দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। এই ছবি পোস্ট করে দীপিকা জানান তাঁরা তাঁদের মেয়ের নাম রেখেছেন দুয়া। কারণ এবং নামের ব্যাখ্যায় বলেছেন, 'দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর।' ৮ সেপ্টেম্বর ২০২৪ সালে ভূমিষ্ট হয়েছে এই একরত্তি।