বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor: সইফকে বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেননি, হিন্দুধর্মও মানেন না করিনা! বেফাঁস তৈমুরের ন্যানি

Kareena Kapoor: সইফকে বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেননি, হিন্দুধর্মও মানেন না করিনা! বেফাঁস তৈমুরের ন্যানি

বিয়ের জন্য ইসলাম গ্রহণ করেননি, হিন্দুধর্মও মানেন না করিনা! বেফাঁস তৈমুরের ন্যানি

Kareena Kapoor: করিনার দুই সন্তানের প্রাক্তন আয়া জানিয়েছেন, নায়িকা খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন। পাঞ্জাবি বাবা-মা'র মেয়ে ও মুসলিম নবাবের বউ হলেও স্বকীয়তা বজায় রেখেছেন বেবো।

২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করেছিলেন করিনা। শাশুড়িমা শর্মিলা ঠাকুর ইসলাম গ্রহণ করে পতৌদির নবাবকে বিয়ে করলেও সে পথে হাঁটেননি বেবো। বরং বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়েটা সারেন দুজনে। জন্মসূত্রে করিনার হিন্দু পাঞ্জাবি পরিবারের মেয়ে। বলিউডে বিখ্যাত কাপুর খানদানের মেয়ে তিনি। 

বলিউডে করিনার সফল কেরিয়ার, দুই ছেলেকে নিয়ে ঘোর সংসারি তিনি। কেরিয়ার, সংসার, সন্তান সবটা সফলভাবে সামলাচ্ছেন তিনি। করিনার দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গির (জেহ)-এর দেখভালের দায়িত্বে ছিলেন  ললিতা ডিসিলভা। এখন অবশ্য বাচ্চারা বড় হয়েছে, ললিতা আর দুজনের দেখাশোনা করেন না। তবে পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাত্কারে পতৌদি পরিবারের অন্দরমহলের নানান অজানা কথা ফাঁস করেছেন তৈমুরের প্রাক্তন আয়া।

ললিতা ডিলিলভা জানান, করিনা ব্যক্তিগতভাবে খ্রিস্টান ধর্ম মেনে চলেন। তিনি বলেন, ‘কারিনা কাপুর খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন। তৈমুর-জাহাঙ্গিরের মা আমাকে প্রায়ই বলত, আপনার ভালো লাগলে আপনি ভক্তিমূলক স্তোত্র বাজান। আমি তাদের জন্য সেই স্তোত্র বাজাতাম। বাচ্চাদের মা (করিনা) খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন। আমি মাঝেসাঝে ‘ইক ওঙ্কার’ও বাজাতাম, সেটাও করিনা পছন্দ করত’।

ললিতা আরও বলেন, ‘কারিনা জানেন বাচ্চাদের চারপাশে ইতিবাচক পরিবেশ থাকার গুরুত্ব কী। অবশ্যই আপনার নিজস্ব পছন্দ বা বিশ্বাস আছে, তবে আপনি যদি শুরু থেকেই ইতিবাচকতা বজায় রাখেন তবে বাচ্চাদের মধ্যেও সেটা তৈরি হয়’।

তৈমুরের ন্যানির এই মন্তব্য নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। কারণ করিনা যে খ্রিস্টানধর্ম মেনে চলেন, এমনটা অনেকেরই জানা নেই। রেডিটে এক ব্য়বহারকারী 'বেবো খ্রিস্টান ধর্ম মেনে চলে' শীর্ষক একটি পোস্ট করেন, যা দৃষ্টি আকর্ষণ করেছে। একজন রেডিটর লিখেছেন, ‘আমি ভেবেছিলাম এটি একটি সুপরিচিত জিনিস, আমি মাউন্ট মেরি চার্চে কারিনা, কারিশ্মা কাপুর, মালাইকা অরোরা এবং অমৃতা অরোরাকে তাদের মায়েদের সাথে অনেকবার দেখেছি। আরেকজন লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি কোনো ধর্ম বা সাধারণভাবে ধর্মের ধারণায় বিশ্বাস করি না, তবে যদি তা তাকে খুশি করে, তবে তার জন্য মঙ্গলজনক।’

একজন মন্তব্য করেছেন, ‘কারিনা বেশ কিছুদিন ধরে খ্রিস্টান ধর্ম অনুসরণ করছেন। অবসরে রবিবারের প্রার্থনায় অংশ নেন এবং বহু বছর ধরে বান্দ্রা গির্জার ক্রিসমাস ইভ ম্যাসেও হাজির থাকেন’। রাখি, দীপাবলি ও ইদ, সব ধর্মের উৎসবই সাড়ম্বরে পালিত হয় সইফিনার বাড়িতে। 

অনেকেই হয়ত জানেন না, করিনার দিদিমা খ্রিস্টান। রণধীর পত্নী ববিতা, হরি শিবদাসানী ও ব্রিটিশ খ্রিস্টান মাতার কন্যা। তাই ছোট থেকেই সবধর্ম সমন্বয়ের ভাবনা নিয়েই বড় হয়েছেন করিনা। 

ললিতা এখন রাম চরণ এবং স্ত্রী উপাসনার মেয়ে ক্লিন কারার আয়া হিসাবে কাজ করেন, সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, ‘কারিনা একজন অসাধারণ মা, তিনি এত শৃঙ্খলাবদ্ধ, তার সন্তানরাও একই রকম। সইফ তার সন্তানদের সবসময় আগলে রাখেন’।

পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর মুম্বাইয়ে বিয়ে করেন সাইফ-কারিনা। এর আগে তিনি অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ; ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়। সইফ-অমৃতার দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। 

বায়োস্কোপ খবর

Latest News

‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে' আনোয়ার তুমি কার! সকালে ইস্টবেঙ্গলে, দুপুরে মোহনবাগানে! রাজধানীতে চূড়ান্ত নাটক… United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ব্যবসায়ীদের আর্জি খারিজ, চাহিদার কথা জানিয়ে ইলিশ রফতানিতে না বাংলাদেশ সরকারের ওষুধ দিয়ে সঞ্জয়ের পেট থেকে কথা বের করতে চাইছিল CBI! এই নারকো টেস্ট হয়েছিল কাসভের AFG vs NZ Test: একটা বলও খেলা হল না, এর আগে কতগুলো টেস্ট এভাবে পরিত্যক্ত হয়েছে শাহরুখের ‘জওয়ান’-এ কাজ করতে গিয়ে অপমানিত! মুখ খুললেন বিরাজ ঘেলানি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.