ফের দুঃসংবাদ! কোভিড-১৯ এর কবলে শুধু একা অভিনেতা আবির চট্টোপাধ্যায় নন, তাঁর পরিবারের সকলে। রবিবার সোশ্যাল মিডিয়া পোস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন আবির, এরপর থেকেই অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। আবির জানিয়েছিলেন শীঘ্রই তাঁর পরিবারের অন্য সকলে করোনা পরীক্ষা করাবেন। এরপর সোমবার রাতে আবিরের বাবা, বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায় ফেসবুকের দেওয়ালে জানান তাঁর গোটা পরিবারই কোভিডের গ্রাসে।
ঠিক কী লিখেছেন আবিরের বাবা? ‘অ্যাকাডেমিতে ২২ ডিসেম্বরের নাটক ‘পুনরায় রুবি রায়’-এর শো বাতিল। আমার পুরো পরিবার কোভিড আক্রান্ত হওয়ার কারণে।’
রবিবার সন্ধ্যায় আবির সোশ্যাল মিডিয়ায় আবির লিখেছেন, ‘এটা ফের প্রমাণিত হল যে জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। যে প্রোডাকশন টিমের সঙ্গে আমি কাজ করেছি তাঁদের প্রত্যেকেই যাবতীয় সুরক্ষা বিধি মেনে কাজ করেছেন। সমস্ত স্বাস্থ্যবিধি মানার পরও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।’
করোনা আবহেও মিউজিক রিয়ালিটি শো সারেগামাপা'র সঞ্চালনা করছিলেন আবির, পাশাপাশি গত সপ্তাহে একটি বিজ্ঞাপনী শ্যুটিংও সারেন অভিনেতা। প্রযোজনা সংস্থার তরফে সবরকম করোনাবিধি মানা হয়েছিল বলেও নিশ্চিত করেন আবির। প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, অন্য অভিনেতাদের চেয়ে বাড়তি সতর্ক আবির। শট শুরুর আগে পর্যন্ত তিনি সেটে মাস্ক খোলেন না। বারবার হাত স্যানিটাইজ করেন। তা সত্ত্বেও করোনা থেকে অব্যহতি না মেলায় হতাশার সুর আবিরের গলায়।
আবির জানিয়েছেন, তিনি সুস্থ রয়েছেন। একমাত্র ঘ্রাণশক্তি হারিয়েছেন,খাবারে স্বাদ পাচ্ছেন না- বাকি কোনওরকম শারীরিক সমস্যা নেই তাঁর। আপতত আইসোলেশনে রয়েছে চট্টোপাধ্যায় পরিবার।
আবিরের দ্রুত আরোগ্য কামনা করেছেন, প্রিয়াঙ্কা সরকার, বিক্রম চট্টোপাধ্যায়রা। ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে অভিনেতার আরোগ্য প্রার্থনা করেছেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, পার্ণো, তনুশ্রীরা। মিমি চক্রবর্তী তো অভিনেতার খোঁজ নিতে ভিডিয়ো কল পর্যন্ত করেছিলেন।