বাংলা নিউজ > বায়োস্কোপ > আলিয়া একা নন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন এই বলি নায়িকারাও!

আলিয়া একা নন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন এই বলি নায়িকারাও!

সাত পাক ঘোরবার আগেই সন্তান ধারণ করেছেন নেহা ধুপিয়া, দিয়া মির্জার মতো নায়িকারা। অন্যদিকে বিয়ের বাঁধনে বাঁধা না পড়লেও প্রেমিকের সন্তানে পৃথিবীর আলো দেখিয়েছএন নীনা গুপ্তা,কালকি কোয়েচলিনরা।