Weight Gain: কাওকে বলা হয় ‘হাতি’, তো কেউ পাননি কাজ! ইন্দ্রাণীর মতো কোন টলিউড নায়িকারা ওজন নিয়ে হন ট্রোল
Updated: 07 Nov 2024, 11:48 AM ISTশুধু ইন্দ্রাণী হালদার নয়, টলিউডে সাম্প্রতিক সময়ে ওজন বাড়া নিয়ে প্রবল ট্রোলে পড়েন এই অভিনেত্রীরাও। লিস্টে রয়েছে বহু বড় বড় নাম। দেখুন-
কদিন আগেই সামনে এসেছিল ইন্দ্রাণী হালদারের একটি ভিডিয়ো। যেখানে দেখা যায়, বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছে তাঁর। আর ফলে কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। শেষে কমেন্ট করে শ্রীময়ী অভিনেত্রী জানান, ‘পিঠে ব্যথার কারণে আমি একবছর কোনও অনুষ্ঠান করিনি, বাইরে বেরোনো একদম বারণ করেছিল ডাক্তার, জিম তো দূর, কোনওরকম ব্যায়াম করাতেও নিষেধাজ্ঞা রয়েছে। ওষুধ খেয়ে এখন আগের থেকে কিছুটা ঠিক আছি। ওষুধের কারণে আমার ওজন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে।’ সঙ্গে তিনি অনুরোধ করেন, যেন তাঁকে ট্রোল না করা হয় এই নিয়ে। এতে মানসিক আঘাত পাচ্ছেন তিনি। চলে যাচ্ছেন ডিপ্রেশনে। শুধু শ্রীময়ী নয়, এৎ আগেও বহু টলি-তারকাকে এরকম সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি