আমেরিকান অভিনেতা-নৃত্যশিল্পী লরেন গটলিব, যিনি ‘ঝলক দিখলা জা’ সিজন ৬-এ রানার-আপ হয়েছিলেন, ১২ মার্চ অস্কার ২০২৩-এ নাটু নাটু গানটিতে পারফর্ম করবেন। RRR সিনেমার এই গানটি ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। লরেনকে দেখা গিয়েছিল এবিসিডি: এনি বডি ক্যান ডান্স (২০১৩) সিনেমাতেও। শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তার আসন্ন অস্কার পারফরম্যান্সের 'বিশেষ খবর'টি শেয়ার করেন।
ব্যাকগ্রাউন্ডে লস এঞ্জেলেসের আইকনিক হলিউড সাইনের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন লরেন। ক্যাপশনে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি এর থেকে বেশি উত্তেজিত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে। আমার সৌভাগ্য কামনা করুন!!!’ গায়ক-সংগীতশিল্পী বিশাল দাদলানি লিখেছেন, ‘ওয়াও লরেন গটলিব! এটা সত্যিই বিশাল!" এক নেট-নাগরিক মন্তব্য করেন, ’হ্যাঁ!!! লরেন আমরা তোমার জন্য খুবই উত্তেজিত! তোমার নাচ দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।'
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর, যিনি রাম চরণের সঙ্গে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং অস্কার ২০২৩-এর জন্য দল RRR-এর সঙ্গে যোগ দিয়েছেন, জানিয়েছিলেন তিনি বা রাম এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে জানান, এমএম কিরাভানি, রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ট্র্যাকটি পরিবেশন করবেন। সঙ্গে যোগ করেন, শুধু তিনি নয় এবার গোটা ভারত হাঁটবে রেড কার্পেটে।
প্রসঙ্গত, এসএস রাজামৌলি পরিচালিত পিরিয়ড ফিল্ম RRR থেকে ‘নাটু নাটু’ গানটিতে সুর করেছেন এমএম কিরাভানি। আসন্ন অস্কারে এটি ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। RRR দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম ভারতীয় চলচ্চিত্র যা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। নাটু নাটু প্রথম ভারতীয় গান যা অস্কারে মনোনীত হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)