২০১৯ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাটের 'গাল্লি বয়'। পরিচালক জোয়া আখতারের এই ছবিতেই প্রথমবার রুপোলি পর্দায় দর্শক দেখেছিল রণবীর-আলিয়া ম্যাজিক। বিজ্ঞাপনী প্রচরের হিট জুটি সিলভার স্ক্রিনেও ব্লকবাস্টার। ছবিটির গল্প থেকে শুরু করে রণবীর-আলিয়ার অভিনয় মানুষ পছন্দ করেছেন। এমনকি গাল্লি বয়-কে ভারতের তরফে সেই বছরে অস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তবে শুরুতেই ছিটকে যায় এই ছবি।
ভক্তরা দীর্ঘদন ধরেই এই ছবির পার্ট -২ এর জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে গাল্লি বয়ের সিক্যুয়াল সামনে এল হাতে গরম আপটেড। বি-টাউনে নয়া গুঞ্জন রণবীর সিং এবং আলিয়া ভাটকে 'গাল্লি বয় ২' তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না। শোনা যাচ্ছে, জোয়া আখতার পরিচালিত এই ছবির সিক্যুয়েলে মুখ্য ভূমিকায় দেখা যাবে ভিকি কৌশল ও অনন্যা পান্ডেকে।
'গাল্লি বয়' ছবিতে উঠে এসেছিল মুম্বইয়ের এঁদো বস্তি থেকে উঠে আসা এক ব়্যাপারের জীবনযুদ্ধ, তাঁর সফলতার কাহিনি। মুরাদ আর সফিনার রসায়ন থেকে চোখ ফেরায়নি দর্শক। পাশাপাশি এই ছবির হাত ধরেই লাইমলাইটে উঠে আসেন এমসি শের অর্থাত্ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। যিনি এই মুহূর্তে বলি পাড়ার হার্টথ্রব নায়ক। ছবিতে রণবীর অর্থাৎ মুরাদের মেন্টরের চরিত্রে দেখা মিলেছিল তাঁর। শুধু লিড জুটি নয়, গাল্লি বয় ২-এর নাকি পরিচালকও পালটে যাচ্ছেন বলে খবর। সূত্রের খবর, অনন্যা পান্ডে ও ভিকি কৌশলের কাস্টিং নিয়ে আলোচনা প্রক্রিয়া চলছে। নেটফ্লিক্সের 'খো গায়ে হাম কাহাঁ' ছবির পরিচালক অর্জুন বরেন সিং গাল্লি বয় ২ পরিচালনা করবেন বলেই খবর।
আরও পড়ুন-মলদ্বীপের নীল সাগরে 'লালপরী' তাহসানের কচি বউ! রোজার সঙ্গে আদরে মাখামাখি গায়কের
'খো গায়ে হাম কাহাঁ' ছবিতে অর্জুনের পরিচালনায় কাজ করেছেন অনন্যা পান্ডে। ছবির সিক্যুয়েলের জন্য আলিয়া ভাটের চেয়ে বেশি উপযুক্ত তিনি, বিশ্বাস পরিচালকের। এদিকে ছবির সিক্যুয়েলের জন্য অনেকদিন ধরেই ভিকি কৌশলের নাম প্রকাশ্যে আসছে। এখনও পর্যন্ত রুপোলি পর্দায় ভিকি-অনন্যাকে একসঙ্গে দেখেনি দর্শক। জল্পনা সত্যি হলে নতুন জুটি পাবে বলিউড। আপতত ভিকির হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। যার মধ্যে অন্যতম ছভা, লক্ষ্মণ উতরেকরের এই ছবিতে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি। অন্যদিকে বনশালির লাভ অ্যান্ড ওয়ারে রণবীর কাপুর ও আলিয়া ভটের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।