ভারতীয় পপ সঙ্গীত বরাবরই সিনেমার সঙ্গে যুক্ত। এ দেশে বরাবরই ছবির গানের রমরমা। পাশ্চাত্যের মতো স্বাধীন শিল্পীর দৌরাত্ম্য সেভাবে চোখে পড়ে না। ভারতের শীর্ষস্থানীয় গায়করা সর্বদা চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করে খ্যাতি আর অর্থ, দুই ধরে রেখেছেন। এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী গায়িকার মোট সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকারও বেশি, তবে তিনি ইন্ডাস্ট্রির শীর্ষ নামগুলির মধ্যে নেই। চমকে গেলেন তো? হ্যাঁ, দেশের সবচেয়ে ধনী গায়িকার নাম ভাবতে গেলে আপনাকে বেগ পেতে হবে। শ্রেয়া ঘোষাল, সুনীধি চৌহান কিংবা সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের বিচারে এক নম্বরে থাকা নেহা কক্কর এই তালিকায় প্রথমে নেই।
ভারতের সবচেয়ে ধনী গায়িকা তুলসী কুমার
তুলসী কুমার দেশের সবচেয়ে ধনী গায়িকা। তিনি দেশের সবচয়ে জনপ্রিয় মিউজিক লেবেল টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের ছোট বোন। ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী, গায়িকার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ মিলিয়ন ডলার (২১০ কোটি টাকা)। এটি তাকে কেবল দেশের অন্য কোনও গায়িকা নয়, অনেক শীর্ষ বলিউড তারকাদের চেয়েও ধনী করে তোলে। তুলসী পারিবারিক ব্যবসায় তার অংশীদারিত্বের মাধ্যমেই এই বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন। কয়েক হাজার কোটি টাকার ব্যবসা টি-সিরিজের। টি-সিরিজের মালিকানাধীন ইউটিউব চ্যানেল কিডস হাটেরও মালিক, যা নার্সারি ছড়া এবং গল্প সহ শিশুদের জন্য নানান কনটেন্ট তৈরি করে।
তুলসীর প্রায় দুই দশক ধরে প্লে-ব্যাক করছেন। 'ভুল ভুলাইয়া', 'রেডি', 'দাবাং', 'কবির সিং', 'সত্যপ্রেম কি কথা'-র মতো ছবিতে একাধিক হিট গান গেয়েছেন তিনি। তিনি ২০০০-এর দশকের গোড়ার দিকে হিমেশ রেশমিয়ার সাথে একটি সফল জুটি তৈরি করেছিলেন, হামকো দিওয়ানা কর গায়ে, আকসার এবং আফসানার মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছিলেন।
ভারতের সবচেয়ে ধনী গায়িকাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রেয়া ঘোষাল, একাধিক রিপোর্ট অনুসারে বাঙালি গায়িকার আনুমানিক সম্পত্তির পরিমাণ ১৮০-১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহান ১০০-১১০ কোটি টাকা এবং কিংবদন্তি আশা ভোঁসলে ৮০-১০০ কোটি টাকার সম্পত্তির মালকিন।