চিকিৎসকের চেম্বারে ছটফট করছেন নুসরাত ভারুচা। তিনি কাঁদছেনও। শুধু তাই নয়, তাঁর কপালে সেলাই পড়েছে। রক্তারক্তি অবস্থা একেবারে। আর অভিনেত্রীর এই অবস্থার মুহূর্ত ভিডিয়ো করে তাঁর বন্ধু তথা অভিনেত্রী ঈশিতা রাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।
অভিনেত্রী এখন কেমন আছেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর অনুরাগীদের মনে। তাঁরা ‘পেয়ার কা পাঞ্চনামা’ খ্যাত অভিনেত্রীর বর্তমান পরিস্থিতি জানার জন্য আকুল হয়ে আছেন।
তবে অভিনেত্রী যে এখন খানিক সুস্থ আছেন সেটা নিজেই পোস্ট করে জানিয়েছেন। নুসরাত নিজেই ঈশিতার পোস্ট শেয়ার করে জানান যে তাঁর আগামী ছবি ‘ছোরি ২’ এর শ্যুটিংয়ে তিনি আহত হন। এই ছবির অ্যাকশন দৃশ্য শ্যুট করার সময় তিনি আঘাত পান। ছোটখাট একটা দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
ঈশিতা যে ভিডিয়ো বানিয়েছিলেন সেখানে তিনি নিজেই জানান যে তাঁরা বর্তমানে কোথায় আছেন। তিনি বলেন, 'বন্ধুরা বলুন তো আমি এখন কোথায়? কী করছি?' এতদূর বলে তিনি ক্যামেরা ঘুরিয়ে নুসরাতকে দেখান যিনি চিকিৎসকের চেম্বারের বিছানায় শুয়ে ছিলেন। আর তাঁর কপালে সেলাই দিতে ব্যস্ত আছেন এক চিকিৎসক।
এই ভিডিয়োতে নুসরাতকে চিৎকার করতে দেখা যায়। তিনি না না করে চিৎকার করতে থাকেন। এরপর বন্ধু ভিডিয়ো করছে দেখে তিনি বলেন, 'আমার সেলাই চলছে।' নুসরাতকে ভালো রাখার জন্য, তাঁকে হাসানোর জন্য নানা মজার কথা বলতে থাকেন ঈশিতা। তিনি যাই বলেন সেটা থেকে বোঝা যায় সব কিছুর সারমর্ম হল সবই কপাল। শুধু তাই নয়, তিনি সহকর্মী তথা বন্ধুকে বলেন এই সেলাইয়ের দাগ সমেত তাঁকে বেশ মানাবে।
অভিনেত্রী নিজেই গত বছরের ডিসেম্বর মাসে জানিয়েছেন যে তাঁর নতুন ছবি ‘ছোরি ২’ শীঘ্রই আসতে চলেছে। ‘ছোরি’ ছবিটি ভালো সাফল্য পেয়েছিল। এই ছবিটি মনে করা হচ্ছে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে। তিনি সেই ছবির সেট থেকে একাধিক ছবিও শেয়ার করেন। অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল যে তাঁর হাত পা ক্ষতবিক্ষত, গোটা শরীরজুড়ে অনেক আঘাতের চিহ্ন। তিনি এই সমস্ত ছবি শেয়ার করে লেখেন, 'আঘাত পাওয়া শুরু হয়ে গিয়েছে।' কিন্তু সেদিনের আঘাত মেকআপের হলেও এদিনের সেলাইটা কিন্তু মোটেও মেকি ছিল না। তিনি সত্যি আঘাত পেয়ে মাথা ফাটিয়েছেন। তবুও দমে যাননি অভিনেত্রী। আর তাঁর এই সাহসের প্রশংসা করেন পরিচালক বিশাল ফুরিয়া।