গত এক বছর অনেক কিছুর মধ্যে দিয়েছেন অভিনেত্রী নুসরত ভারুচা। ভোগান্তি যেন কিছুতেই পিছু ছাড় ছিল না তাঁর। একটার পর একটা বিড়ম্বনা লেগে ছিল অভিনেত্রীর জীবনে। অসুস্থতা, চোটের মধ্যে দিয়ে একের পর এক শ্যুটিং সেরেছিলেন তিনি। সম্প্রতি শিল্পা শেট্টি সঞ্চালিত একটি চ্যাট শো-তে এসে সেই গল্পই ফাঁস করেন নুসরত।
'সোনু কি টিট্টু কি সুইটি' অভিনেত্রী চ্যাট শো-তে এসে জানিয়েছেন, বিগত বছর একাধিক শারীরির অসুস্থতা এবং চোটের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। প্রথমে ভার্টিগোর আক্রমণ, তারপর পিঠের চোট পান। গোড়ালিতে টান ধরা থেকে পায়ের আঙুলও ভেঙেছে তাঁর। একের পর এক বিপদের সম্মুখীন হয়েছেন তিনি। পর পর কাজ থাকার দরুন তিনি আরও চাপে পড়ে গিয়েছিলেন।
আরও পড়ুন: সলমনের ‘টাইগার ৩’তে ক্যামিও চরিত্রে অভিনয়! আবেগপ্রবণ হয়ে গোপন কথা ফাঁস শাহরুখের
যদিও শারীরিক অসুস্থতা নিয়েই নাকি শ্যুটিং চালিয়ে গিয়েছিলেন তিনি, জানিয়েছেন নুসরত। অভিনেত্রী বলেন, জন্মদিন পার্টিতে টেবিলে উঠে নাচতে গিয়ে বেকাদায় পড়ে যান, সেই সময় পায়ের আঙুল ভেঙে গিয়েছিল তাঁর। কাজের যেন কোনও ক্ষতি না হয়, তাই ভাঙা আঙুল নিয়েই শ্যুটিং করেছিলেন তিনি।
এই অবস্থায় কী করে শ্যুটিং করতেন? নুসরত জানিয়েছেন, 'আগে থেকে সেটে গিয়ে বসে থাকতাম। শটের সময়ে এডি-রা আমাকে ধরে ধরে ফ্লোরে নিয়ে যেত। দৃশ্যের জন্য সংলাপ বলেই ফ্রেম থেকে সরে আসতাম। আবার এডি-রাই ধরে ধরে ফিরিয়ে আনত নিজের জায়গায়। আগেই কথা দিয়েছিলাম কাজগুলি করব। কাজ থামিয়ে বিশ্রামে গেলে চলবে নাকি?’
‘সোনু কে টিটু কি সুইটি’র শ্যুটিংয়ের সময়ও চোটে বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন নায়িকা। এই ছবির শ্যুটিংয়ের সময় জোর করে উঁচু উঁচু হিল পরতেন তিনি। ফলে উঁচু হিল পরে টানা শ্যুটিং করায় পা ফুলে গিয়েছিল তাঁর। অভিনেত্রী জানান, সেই সময় ফ্লোরে নুন-গরম জল রাখা থাকত। শটের ফাঁকে পা ডুবিয়ে নিতেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে নুসরত অভিনীত ছবি ‘জনহিত মেঁ জারি’। এরপর অভিনেত্রীকে অক্ষয় কুমার এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘রামসেতু’ ছবিতে দেখা যাবে। কাজের মধ্যেই থাকতে ভালোবাসেন বলে জানিয়েছেন নায়িকা।