এখন বাংলাদেশের বহু মানুষের চক্ষূশূল শেখ হাসিনা। প্রাক্তন প্রধানমন্ত্রীর নামও মুখে আনতে চাইছেন না অনেকে। শেখ হাসিনাকে ‘ছাত্র খুনী’ বলে শাপশাপান্ত করছে জনগণ। এবার রেহাই পেলেন না পর্দার শেখ হাসিনা। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে বিদেশ থেকে হাসিমুখে ছবি দিতেই নেটিজেনদের রোষের মুখে পড়লেন নুসরাত ফারিয়া।
হাসিনা-পন্থী হিসাবেই পরিচিত নুসরাত। মাস কয়েক আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত। ছবির প্রচারের ফাঁকে নুসরাতকে বলতে শোনা গিয়েছিল, ‘আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে’, সেই মন্তব্য টেনে এদিন তুলোধনা করা হল নায়িকাকে।
এই মুহূর্তে কোন দেশে রয়েছন নুসারত যা ছবিতে স্পষ্ট নয়। তবে পশ্চিমের দেশেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। ছবিতে পার্কের মধ্যে দোলনায় চেপে খিলখিলিয়ে হাসতে দেখা গেল নুসরাতকে। ছবির ক্যাপশনে নুসারত সকলের মঙ্গল চেয়ে লেখেন, ‘আপনাদের কষ্ট লাঘব হোক, আর্শীবাদ নেমে আসুক’।
এই ছবির কমেন্ট বক্সে নুসরাতকে বিদ্রুপ করে একজন লেখেন, ‘প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে হাসিনা আছে এত বড় গালি দেওয়ার জন্য আপনাকে আয়নাঘরে রাখা হবে’। অপর একজন লেখেন, 'পালানোর বায়োপিকটা কে করবে?' আরেক জনৈক লেখেন, ‘২ টাকার নায়িকা ভেবেছে হাসিনার পা চেটে উপরে উঠবে, কিন্তু গরীবের শেখ হাসিনার সেটা হল না’।
নুসরাত অবশ্য কটাক্ষের পালটা জবাব দেননি। মুজিবের বায়োপিক পরিচালনা করেন শ্যাম বেনেগাল। নাম ভূমিকায় অভিনয় করেন আরিফিন শুভ। কোটা আন্দোলন নিয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় সেভাবে সোশ্যাল মিডিয়ায় সরব হননি নুসরত। মৃত ছাত্রদেশের লাশের একটি ছবি পোস্ট করে শুধু লিখেছিলেন, ‘জাতি হিসেবে এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই..!’
নেটিজেনদের কটাক্ষে জেরবার হয়ে হাসিনার সঙ্গে নিজের একটি ছবিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দেন অভিনেত্রী। ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের পর নুসরাতকে বলতে শোনা গিয়েছিল, এরপর আর জীবনে অভিনয় না করলেও তাঁর কোনও আফসোস থাকবে না।