টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী বলিউডে অভিনয় করেছেন বা করেছেন। এই তালিকায় নিঃসন্দেহে নাম নেওয়া যায় শাশ্বত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়ের মত তারকাদের। এবার সেই তালিকায় নাম লেখালেন নুসরত জাহান।
পেশাগতভাবে ব্যক্তিগত যাই হোক না কেন, নুসরতকে অগ্রাহ্য করা সম্ভব হয় না। অসম্ভব সুন্দরী একজন নায়িকা তিনি। এখনও পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছেন, তার সবকটিই দুর্দান্ত। এবার বলিউডে প্রথম পদক্ষেপ নিলেন তিনি।
আরও পড়ুন: ওড়িশার পালা শেষ, শ্যুটিং শেষে স্থানীয়দের সঙ্গে ছবি তুললেন ‘SSMB29’ তারকারা
আরও পড়ুন: 'শ্যুটিং শুরু হতে দেরি হয়…', ‘সিকান্দার’-এর সেটে কী সমস্যায় পড়েছিলেন পরিচালক?
স্নেহা শেট্টি কোহলি পরিচালিত একটি হিন্দি মিউজিক ভিডিয়োয় অভিনয় করবেন নুসরত। টিপস মিউজিকের অধীনে কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিয়োয় নুসরতের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মা। পাপনের গাওয়া গান ‘হাতে লেহরায় কঙ্কন তেরা’ গানের তালে তালে নাচ করতে দেখা যাবে এই দুই তারকাকে।
কিছুদিন আগেই মিউজিক ভিডিয়োর শ্যুটিং পর্ব শেষ হয়েছে। উত্তর কলকাতার লাহা বাড়িতে চলছিল শ্যুটিং। সেটে বসন্তকালে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর আবহ। আমের পল্লব থেকে শুরু করে সাবেকি সাজ সবকিছু মিলিয়ে তৈরি করা হয়েছিল দুর্গাপুজোর থিম।
আরও পড়ুন: 'আমার চরিত্র আমার সন্তানের ওপর...', মা হওয়ার পর কেমন চরিত্রে কাজ করবেন দীপিকা?
আরও পড়ুন: 'আমি টাকা দিতে গেলে ও...', পেয়ারা কিনতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার প্রিয়াঙ্কা! কী ঘটেছে?
শ্যুটিং ফ্লোরে বাঙালি মেয়ের সাজে সেজে উঠতে দেখা যায় নুসরতকে। আটপৌরে শাড়ি, গা ভর্তি গয়না সবকিছু মিলিয়ে অসাধারণ দেখতে লাগছিল অভিনেত্রীকে। নাচে গানে গোটা বাড়ি মেতে উঠেছিল। নায়ক নায়িকাকে দেখা গেল পুজোর গানে নাচ করতে। সবকিছু মিলিয়ে কলকাতার লাহা বাড়িতে ধরা দিল যেন এক টুকরো শরৎকাল।
প্রসঙ্গত, বিয়ে এবং সন্তান লালন পালন করতে গিয়ে গত বেশ কয়েক বছর বড় পর্দা থেকে দূরে রয়েছে অভিনেত্রী। তবে একমাত্র সন্তান কিছুটা বড় হওয়ার পর এবার তিনি ধীরে ধীরে ফিরতে চলেছেন কাজে। আর কাজে ফিরে আসাটা যদি বলিউডের হাত ধরে হয়, তাহলে নেহাত মন্দ হয় না।