বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat-Yash: একসঙ্গে ওয়ার্কআউট, হুবহু একই পোশাকে ছবি পোস্ট, কী বিশেষ বার্তা দিলেন যশ-নুসরত?

Nusrat-Yash: একসঙ্গে ওয়ার্কআউট, হুবহু একই পোশাকে ছবি পোস্ট, কী বিশেষ বার্তা দিলেন যশ-নুসরত?

সবটাই মিলে যাচ্ছে!

কালো হুডিতে যশরতের ‘ট্যুইনিং’! একসঙ্গে ঘামও ঝরাচ্ছেন যশরত। 

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত! কারণ ক্যালেন্ডারের পাতা যতই জানান দিক শহর কলকাতায় সবে শীত এসেছে, সঙ্গে ইতিউতি বৃষ্টির প্রকোপও রয়েছে। কিন্তু যশরতের মনে এখন ঘোর বসন্ত। কারণ সারা বছরই প্রেমে ডুবে থাকে এই জুটি। এখন তো যশরত-এর প্রেম এক্কেবারেই খুল্লমখুল্লা, রাখঢাক রাখবার জায়গাই নেই। প্রকাশ্যেই যশকে নিজের সন্তানের পিতা বলে পরিচয় করিয়ে দিয়েছেন নুসরত জাহান। এমনকি আকারে ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন যশের সঙ্গে বিয়েটাও সেরে ফেলেছেন তিনি। 

‘স্বামী’ যশ এবং সন্তান ঈশানকে নিয়ে এখন সুখী গৃহকোণ নুসরতের। ভিকি-ক্যাটরিনার রূপকথার বিয়ে নিয়ে যখন ব্যস্ত গোটা দেশ তখনই নিজ নিজ সামাজিক যোগাযোগের মাধ্যমে হুবহু একই পোশাকে ছবি পোস্ট করলেন যশ-নুসরত। আসলে ‘জোশ’ তো কিছু কম নয় এই জুটিরও। যেন খানিকটা প্রমাণ করলেন, ‘ওপারে ওঁরা, আর এপারে আমরা'। 

এদিন হলুদ স্মাইলি আঁকা কালো হুডিতে ছবি পোস্ট করেন নুসরত, আর একই হুডি জ্যাকেট পরে, একই জায়গায় দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন যশও। তাও একই সময়ে। এই প্রেমিক জুটি বোধহয় একসঙ্গেই রেডি স্টেডি গো বলে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন, আর সেটা এই প্রথম নয় আগেও বেশ কয়েকবার ঘটেছে। গৌতম বুদ্ধের মূর্তি, পিছনের সাদা ব্যাকগ্রাউন্ড, আশপাশে সুবজে মোড়া পরিবেশ- সবটাই খুব চেনা। যশরতের ভালোবাসার নীড়েই তোলা এই ছবি, বালিগঞ্জের ফ্ল্যাটে কোয়ালিটি টাইমের মুহূর্ত উঠে এল সোশ্যালে। 

তবে প্রশ্নটা হল, কালো হুডি কি কম পরেছিল? নাকি এই ছবির মধ্যে দিয়ে ‘শেয়ারিং ইজ় কেয়ারিং’ এই বার্তা দিলেন ঈশানের বাবা-মা? তা অবশ্য স্পষ্ট নয়। তবে পোশাক ধার করে পরলে প্রেম যে বাড়ে তা তো অজানা নয়। 

তবে এদিন শুধু আলাদা আলাদা পোজ দিলেন না জুটিতে, বরং একসঙ্গেও লেন্সবন্দি হলেন তাও আবার ওয়ার্কআউট করবার ফাঁকে। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন যশ দাশগুপ্ত। যদিও সেই মিরর সেলফিটি আবছা কিন্তু তাতে কী! তারকা জুটিতে একসঙ্গে ঘাম ঝরাতে দেখে উত্তেজিত ভক্তরা।

যশের ইনস্টাগ্রাম স্টোরি
যশের ইনস্টাগ্রাম স্টোরি

যশ-নুসরতের সম্পর্ক নিয়ে নীতিপুলিশরা অনেক ভ্রু কুঁচকেছেন, কটাক্ষেরও কমতি নেই সোশ্যালে- যদিও হেটার্সদের পাত্তা দিতে না রাজ দুজনেই। নিজেদের মতো করে জীবনটা উপভোগ করছেন তাঁরা। খুব শীঘ্রই শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’র কাজ শুরু করবেন যশরত। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবার আর আনকোরা দল নয়, তিলকের নেতৃত্বে তারকাখচিত টিম পাঠাচ্ছে ভারত অনেক ব্যর্থ হয়েছি, এর সঙ্গে কীভাবে লড়াই করতে হয় সেটাও জানতাম- সঞ্জু স্যামসন ভুয়ো বক্স অফিস দেখাতে জিগরার টিকিট নিজেই কিনছেন আলিয়া! দিব্যার অভিযোগে সরব করণ আজ বৃষ্টি ১০ জেলায়, কাল বর্ষা বিদায় নেবে বাংলা থেকে, তারপরে কোথায় বর্ষণ বাড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.