যশ দাশগুপ্তের সঙ্গে নুসরত জাহানের প্রেম সম্পর্কের গুঞ্জন নিয়ে টলিউডে হইচই পড়ে গিয়েছে। নিখিলের সঙ্গে যে নুসরতের দাম্পত্য সম্পর্কে চিড় ধরেছে, তা কারুর নজর এড়ায়নি। নুসরত-যশের চর্চিত প্রেমকাহিনি যখন ডানা মেলেছে, সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়ো, যেখানে দক্ষিনেশ্বর কালী মন্দিরে পাওয়া গেল ‘যশরত’কে। শাঁখা-পলা-সিঁদুর, আর সবুজ-গোলাপি ভারি সিল্কের শাড়িতে সেজেছেন নুসরত। যশ-নুসরতের সঙ্গে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা মদনমিত্রও। যশ-নুসরত দুজনের মুখই ঢাকা রয়েছে মাস্কে। মন্দির প্রাঙ্গনেই মদন মিত্রর সঙ্গে আলাপচারিতায় মগ্ন অবস্থায় পাওয়া গেল দুজনকে।
যশ দাশগুপ্তের এক ফ্যান ক্লাবের তরফে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল গত ১৬ ডিসেম্বর। ক্যাপশন লেখা রয়েছে ভিডিয়োটি আগের দিনের, অর্থাৎ ১৫ ডিসেম্বরের। সুতরাং যশের সঙ্গে রাজস্থানে ঘুরতে যাওয়ার আগেই দক্ষিণেশ্বরে পৌঁছেছিলেন যশ-নুসরত। তবে ঠিক কারণে ছিল মন্দির দর্শন, তা স্পষ্ট নয়। ভিডিয়োর সাউন্ড বন্ধ রয়েছে, তাই কী কথা হচ্ছে তিনজনের তা আন্দাজ করা সম্ভবপর নয়।
যশের সঙ্গে প্রেম, নিখিলের সঙ্গে ঘর ভাঙার গুঞ্জন নিয়ে ক্যালকাটা টাইমসকে নুসরত জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন জনগণের জন্য নয়। মানুষ সবসময় আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এইবার আমি আর কিছু বলব না। মানুষ আমার বিচার করুক আমার কাজ দিয়ে, আমার অভিনয় দিয়ে। আমি ভালো বা খারাপ অভিনেত্রী সেটা বলুক। এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা আমি কারুর সঙ্গে ভাগ করে নেব না’।
অন্যদিকে পতি-পত্নীর মাঝে ঢুকে পড়বার অভিযোগ যাঁর নামে, সেই যশ দাশগুপ্ত জানিয়েছেন- 'প্রতি বছরই তিনি রোড ট্রিপে বার হন এবং এই বছর রাজস্থানে গিয়েছিলেন। যে কেউ সেখানে যেতে পারে, তাই না? আর নুসরতের বিয়ে নিয়ে বলব- এই বিষয়ে আমার কোনও ধারণা নেই, ওটা ওর ব্যক্তিগত জীবন। দয়া করে নির্দিষ্ট মানুষকে প্রশ্ন করুন'।