দিনকয়েক আগেই টিকটিক ভিডিয়ো বানিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন নুসরত জাহান। যদিও সেই নিয়ে চিন্তিত নন অভিনেত্রী। ট্রোলারদের জবাবও দিয়েছিলেন এ নায়িকা-সাংসদ। ফের নেটিজেনদের রোষের মুখে নুসরত। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীতে, কবিগুরুকে প্রণাম জানাতে অনুরাগীদের উদ্দেশে একটি পোস্ট করেন বরিসহাটের তৃণমূল সাংসদ। সেই ছবি ঘিরেই এবার বিতর্ক দানা বাঁধল।
ওই পোস্টে রবীন্দ্রনাথের একটি পেনসিল স্কেচ ব্যবহার করেছেন নুসরত,জানা গিয়েছে সেটি শিল্পী ইন্দ্রজিত মন্ডলের আঁকা। তবে জনৈক ওই শিল্পীকে কোনও ক্রেডিট না দিয়েই সেটি ব্যবহার করার অভিযোগ উঠল নসুরতের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হন নায়িকা। নুসরতের উদ্দেশ্যে নেট নাগরিকদের প্রশ্ন ‘আপনি ছবিটা ব্যবহার করেছেন ভালো কথা কিন্তু তার নাম কেন ওড়ালেন?’।
যদিও নসুরত এ প্রসঙ্গে জানিয়েছেন তিনি ইন্টারনেট থেকে এই ছবিটি নিয়েছেন।সেখানে শিল্পীর নাম উল্লেখ ছিল না। ইন্টারনেটে এইরকম বহু ছবি রয়েছে। এটি এক্কেবারে অনিচ্ছাকৃত। কোনও শিল্পীকেই অসম্মান করা বা তাঁর কাজের ক্রেটিড না দেওয়ার কোনও উদ্দেশ্য তাঁর নেই। কারণ তিনি নিজেও একজন শিল্পী।