বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Jahan: ‘অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে আপনি মুসলিম কীভাবে?' অকারণে ট্রোলড নুসরত

Nusrat Jahan: ‘অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে আপনি মুসলিম কীভাবে?' অকারণে ট্রোলড নুসরত

ট্রোলড নুসরত জাহান

Nusrat Jahan: ইদের দিন হাসিমুখে খাবারের থালা হাতে ছবি পোস্ট নুসরত জাহানের। অথচ নেটপাড়ায় ট্রোলের মুখে পড়তে হল তারকা সাংসদকে। কী ঘটেছে? 

ইদের দিন অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হতে হল নুসরত জাহানকে। হাতে সাজানো খাবারের পসরা, হাসিমুখে ইদের শুভেচ্ছা জানিয়ে কেন নেটপাড়ার রোষের মুখে পড়তে হল বসিরহাটের তারকা সাংসদকে? এদিন নায়িকার ধর্ম টেনে নানান কুরুচিকর মন্তব্য ধেয়ে এল। ট্রোলিংকে কোনওদিনই পাত্তা দেন না নুসরত, তবে আনন্দের দিনেও ট্রোল পুলিশদের হাত থেকে রেহাই নেই তারকা সাংসদের।

ইদের সেলিব্রেশনটা বরাবরই একটু স্পেশ্যাল নুসরতের কাছে, মা হওয়ার পর থেকে আরও বেশি খাস এই দিনটা। ইশানের দ্বিতীয় ইদ, এই দিনটি পরিবারের সঙ্গেই কাটিয়েছেন নুসরত। নিজের ইনস্টাগ্রামের পাতায় ইদ উৎযাপনের বেশ কিছু ছবি মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ডায়েট ভুলে এদিন জমিয়ে খাওয়া-দাওয়া সারলেন নুসরত। হাতে সাজানো খাবারের থালায় কী নেই! বিরিয়ানি, কাটলেট থেকে শুরু করে ফিরনি, সবই রয়েছে পাতে। জমিয়ে ভুরিভোজটাই নুসরতের কাছে ইদের সেরা পাওয়া, ছবির বিবরণীতে এমনটাই লিখেছেন অভিনেত্রী।

এই ছবি পোস্ট করেই অসম্মানের মুখে পড়লেন নায়িকা। ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্যের শিকার হলেন। এক নেটিজেন লেখেন, 'তোর আবার ইদ কীসের? মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস', ইসলামের কলঙ্ক'। অপর একজন লেখেন, ‘মুসলিম হয়ে অ-মুসলিমের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখলে সে আবার মুসলিম কীসের…. ইসলাম নিয়ে গভীরে পড়াশোনা করুন আগে?’

নুসরত অবশ্য় কোনওদিনই এইসব ট্রোলিং নিয়ে মাথা ঘামান না। তাঁর বার্তা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সকল ধর্মই যে সমান সে কথা বারেবারেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। ইদের দিনে নুসরতের দেখা মিলল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজে। সঙ্গে খোলা চুল, ঝোলা দুল আর গোলাপি লিপস্টিক। একদম হালকা মেকআপে ধরা দিয়েছেন অভিনেত্রী। দুই বোনকে সঙ্গে নিয়ে হাসি মুখে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন।

স্বামী যশ দাশগুপ্ত এবং ছেলেকে নিয়ে সুন্দর করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন নুসরত। পাশাপাশি কাজও সামলাচ্ছেন। আগামিতে শিকার ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে যশের সঙ্গেই জুটিতে দেখা যাবে তাঁকে, ছবিতে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্তও।

বন্ধ করুন