প্রেম দিবসে যেন নতুন করে প্রেমে পড়ার ছাপ নুসরত জাহানের কথায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো কোলাজ শেয়ার করে নিয়েছেন তিনি। যেখানে ফুটে উঠল রাজস্থানের টুকোর-টাকরা ছবি। কখনও দু'জন মিলে চড়ছেন উটের পিঠে। কখনও আবার ফোর্টে বসে চিয়ার্স করছেন রেড ওয়েইনের গ্লাসে। পাশাপাশি বসে রাজস্থানের লোকনৃত্যের মজা নিচ্ছেন, এমনকী ছায়ায় তাঁদের চুমু খাওয়ার ছবিও ফুটে উঠল ভিডিয়োতে।
নুসরত ক্যাপশনে লিখেছেন, ‘আমার কোনও তাড়া নেই। আমি তোমাকে ধীরে ধীরে জানছি। আমি আমার সময় নিয়ে বুঝছি। আমাদের আত্মা যা দিয়েই বানানো হোক, অনেক মিল আছে। তোমার আর আমার।’
গত বছর নুসরত যখন মা হন, তখন গোটা সময়টা তাঁর পাশে ছিলেন যশ। সকলকে জানিয়েছিলেন, মা-সন্তান— দু’জনেই ভালো আছে। তার আগে ২০২০ সাল থেকেই শোনা যায়, প্রেমের সম্পর্কে রয়েছেন তাঁরা। প্রেগন্যান্সির পুরো সময়টাও তাঁরা একইসাথে ছিলেন। ছেলে ঈশানের জন্মের পর জানা যায় ছেলের নামের পদবিতে তাঁর আর যশের পদবি ব্যবহার করা হয়েছে। পরে ঈশান যে শের সন্তান, সেটাও নিজের মুখে বলতে শোনা যায় নুসরতকে।
যশের সাথে তাঁর সম্পর্ক নিয়ে এখনও কথা বলতে চান না তিনি। তাঁরা যে সুখী সেটা জানিয়ে দিয়েছেন জোর গলায়। তবে, বিয়ে হয়েছে কি না আইনত, হলে কবেই বা হয়েছে সেসব নিয়ে কথা বলেন না যশ-নুসরত কেউই। অভিনেত্রীর কথানুসারে, ‘আমি যদি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাই, সেটি তো আমার ইচ্ছা। যদি দু’জনের বিয়ে হয়, তাহলে তাঁদের জানাটাই যথেষ্ট। যদি তাঁরা ভালো থাকেন, তাহলে তো আর কিছু চাওয়ার থাকে না।’