বিগ বস ওটিটি শেষ হওয়ার পর শুরু হয়েছে কালার্স চ্যানেলের বিগ বসের নতুন সিজন নিয়ে চর্চা। আর তার মাঝেই খবর আসছে, এবারে বিগ বসের ১৮ নম্বর সিজনে থাকছেন বাংলার জনপ্রিয় নায়িকা নুসরত জাহান। এর আগের বছরও নুসরতের বিগ বসে যোগ দেওয়ার খবর শোনা গিয়েছিল। তবে সেই সময় রটেছিল, সন্তান ছোট থাকায় তিনি সেই অফার ফিরিয়েছেন।
বিগ বস ১৮-তে কি যোগ দেবেন নুসরত? নিজেই জবাব দিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘হাই সকলকে, আপনাদের সকলকে জানাতে চাই যে, আমি মোটেও বিগ বস ১৮-তে যাচ্ছি না। এটা ভুয়ো খবর যা চারদিকে রটছে। এই প্ল্যাটফর্মের উপর সমস্ত রকম সম্মান রেখেই জানাচ্ছি এটি মিথ্যে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’
আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধাচারণ, বৃহস্পতিবার রাতে বটি হাতে রাস্তায় বাংলাদেশের নায়িকা বাঁধন
কদিন আগেই নিজের আর ঈশানের রূপচর্চার রুটিন শেয়ার করে নিয়েছিলেন নুসরত জাহান। ছেলের ত্বকের যত্ন নিয়ে অভিনেত্রী জানালেন, ছেলেদের জন্য় ত্বক আদ্র রাখাটাই যথেষ্ট। তাই ঈশানের ত্বকের যত্ন নিতে ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন তিনি। সেই ভিডিয়ো নুসরতকে বলতে শোনা গিয়েছিল, ‘ওর নানিরা আছেন। নানিদের তরফে অনেক উপদেশ আছে। বাড়িতে যেগুলো আমরা ব্যবহার করি, বেসন থেকে শুরু করে (দুধের) সর, সেগুলো আমাকে কিছু করতে হয় না। সব ওরাই (নানি) করে দেয়’।
আরও পড়ুন: খুব ভালো ক্রিকেট খেলতেন! কলেজে কেমন ছিল বুদ্ধবাবু, খোলসা করলেন বন্ধু-প্রতিবেশীরা
দুই ছেলে, আদরের পোষ্য়দের নিয়ে ভরা সংসার যশরত জুটির। যশের প্রথম সন্তান, বড় ছেলেও থাকে তাঁদের সঙ্গেই। কদিন আগেই ঈশানের মুখ সকলের সামনে এনেছিলেন তিনি। দেখতে পুরো বাবার মতো হয়েছে এই খুদেকে।
গত বছর নিজস্ব প্রযোজনা সংস্থা শুরু করেছেন নুসরত আর যশ। তবে তাঁদের প্রথম ছবি ‘মেন্টাল’ বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়।
গত মাসে নুসরত আর যশকে দেখা গিয়েছিল অনন্ত-রাধিকার রিসেপশনে। কলকাতা থেকে বহু তারকাই সেখানে গিয়েছিলেন। ছিলেন রুক্মিণী মৈত্র, রিয়া-রাইমা সেন। নিন্দকদের মুখে ছাই দিয়ে ডিজাইনার পোশাকে আম্বানিদের অনুষ্ঠানে একেবারে ঝলমল করছিলেন কর্তা-গিন্নি।