Nusrat-Yash: ২০২০ সাল থেকে স্বামী যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। সাংসদ-অভিনেত্রীর জন্মদিনে জুটির সবথেকে রোম্যান্টিক ছবির বেশ কিছু ঝলক রইল-
1/6
টলিউডের চর্চিত অভিনেত্রী নুসরত জাহান। একাধারে তিনি বসিরহাটের সাংসদ, অন্যদিকে পুচকে ঈশানের মা। অভিনয়ের পাশাপাশি সংসার এবং রাজনৈতিক জীবন সমানতালে ধরে রেখেন নায়িকা। ২০২০ সালে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরত। (ছবি ইনস্টাগ্রাম)
2/6২০২১ সালের ২৬ অগস্ট ছেলে ঈশান আসে টলিউডের তারকা দম্পতির কোল আলো করে। দম্পতির বিয়ের গুঞ্জনের মাঝেই নুসরত জানিয়েছিলেন, যশের সঙ্গে বিবাহিত তিনি। নুসরতের ৩৩ বছরের জন্মদিনে ফিরে দেখা যশ দাশগুপ্তর সঙ্গে রোম্যান্টিক বেশ কিছু ছবি। গত বছর সেপ্টেম্বরে স্বামী যশের সঙ্গে থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন নুসরত। সেখানে দম্পতি এই মিষ্টি ছবি তুলেছিলেন।
3/6অক্টোবরে যশের জন্মদিনে অভিনেতা স্বামীর সঙ্গে এই রোম্যান্টিক ছবি শেয়ার করেছিলেন নুসরত। ক্যানডিড ছবিতে স্বামী-স্ত্রীকে বেশ রোম্যান্টিক মেজাজে দেখা মিলেছে।
4/6গত বছর জুলাইয়ে ক্যালকাটা টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন, তিনি ছেলে ঈশানের ছবি খুব কমই প্রকাশ্যে আনবেন। অভিনেত্রীর কথায়, ‘আমরা বাবা-মা হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছি। যশের বড় ছেলেকেও মিডিয়া থেকে দূরে রাখা হয়েছে। আমরা চাই তাঁরা কোনও ট্যাগ, বিশেষ পছন্দ বা মনোযোগ ছাড়াই বেড়ে উঠুক এবং তাঁদের নিজেদের মতো জীবন কাটাতে পারুক।’
5/6গত বছরের জানুয়ারিতে যশের সঙ্গে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘না, আমি কেন করব? মানে আমরা একটা পরিবার। বিয়ের অংশে যাওয়া যাক না। তুমি কি করে জানলে আমি বিবাহিত নই? আমি বরাবরই খুব শক্তিশালী মেয়ে। আমি সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছি- ভালো বা খারাপ, সঠিক বা ভুল। তাই, আমি সবসময় আমার নিজের কাজের জন্য দায়ী।’
6/6২০২১ সালে স্ত্রী নুসরতের রেডিও শো ‘ইশক উইথ নুসরত’-এ হাজির হয়েছিলেন যশ। আড্ডায় ফাঁস করেছিলেন, ডেলিভারির আগে কীভাবে যশের বাড়ির হাজির হন নুসরত এবং নিজে ড্রাইভ করে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করিয়ে আসেন তিনি। সেই সময় মিডিয়ার গাড়িও ধাওয়া করেছিল তাঁদের। যেন একটা লুকোচুরি খেলা চলছিল, অভিনেতার মতে।