বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Jahan: হলুদ বিকিনেতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরত

Nusrat Jahan: হলুদ বিকিনেতে স্পষ্ট বক্ষ বিভাজিকা, সমুদ্রপাড়ে ঝড় তুললেন লাস্যময়ী নুসরত

বিকিনিতে ছবি দিলেন নুসরত।

হটনেসে ঘুম কাড়ছেন নুসরত জাহান।

এমনিতেই শীত বিদায় নিয়ে তাপমাত্রার পারদ চড়তে লেগেছে। আর এই তাপমাত্রা আরও বাড়িয়ে তুললেন নুসরত জাহান। বুধবার বিকিনিতে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের। 

হলুদ টু পিসে দেখা গেল ঈশানের মাম্মাকে। ওপরে একটা নেটের জ্যাকেট। সমুদ্রে পাড়ে রোদ পোহাতে ব্যস্ত সুন্দরী। ঠোঁটের লাল লিপস্টিক যেন আরও লাস্যময়ী করে তুলেছে অভিনেত্রীকে। চোখে সাদা ফ্রেমের সানগ্লাস। 

গোয়ার ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’! নতুন বছরের শুরুতেই গোয়া যান নুসরত আর যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি ফোটো তুলে রেখেছিলেন সযত্নে।

গত বছর জুলাইতেই মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স সবে ৭ মাস। তবে নুসরতের ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়। মেদবিহীন শরীরে প্রায়ই ‘সেক্সি’ ছবি শেয়ার করতে দেখা যায় সুন্দরীকে। 

২০২১ বিতর্কের মধ্যে দিয়ে শুরু হলেও শেষ করেছেন একের পর এক সুখবর দিয়ে। এনেছেন নিজের রেডিও শো ‘ইশক উইথ নুসরত’। দু'-দুটো ছবির কাজ তাঁর হাতে। ছেলে আর কেরিয়ার একসাথে সামলাচ্ছেন তিনি। সঙ্গে নিজের সাংসদ হওয়ার দায়িত্বও। দিল্লিতে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনেও যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। 

নুসরত জানিয়েছেন, সবসময় চেষ্টা করেন যশ বা তিনি, কেউ একজন যেন ঈশানের সাথে সবসময় থাকে। বাড়িতে গিয়েও নিজের সবটা সময় তোলা থাকে ছেলের জন্য। বাবা হিসেবে যশকেও দিয়েছেন ফুলমার্কস।

বন্ধ করুন