বর্তমানে গুরু গৌর গোপাল দাস খুব জনপ্রিয় একটা মুখ সোশ্যাল মিডিয়ায়। ধর্ম থেকে শুরু করে জীবনের কঠিন পরিস্থিতি, লাইফস্টাইল, চাকরি নিয়ে একাধিক ভিডিয়ো ভাইরাল গৌর গোপাল দাসের। তিনি আজ সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় ব্যক্তিত্ব। এই গৌর গোপালের সঙ্গেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নুসরত জাহান। যা নিয়ে আপাতত চলছে খুব চর্চা।
বরাবরের মতো বোল্ড লুকে নয়, বরং সবুজ রঙের সালোয়ারে নুসরতের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত। ক্যাপশনে এই গুরুর বলা এক বাণীই রেখেছেন। সঙ্গে জানিয়েছেন তাঁদের ছবি তুলে দিয়েছেন যশ দাশগুপ্ত।
নুসরত সোমবার সকাল-সকাল ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করতেই তা ভাইরাল। নানা ধরনের কমেন্ট পরতে শুরু করে অভিনেত্রীর সঙ্গে গৌর গোপাল দাসকে দেখে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় অভিনেত্রী। রোজই নানা ধরনের পোস্ট করে থাকেন এখানে। কখনও হয় প্রশংসা, তার থেকেও বেশি হয় কটাক্ষ বা ট্রোলিং।
এই ছবিতেও তেমনটাই হল। একজন কমেন্টে লিখলেন, ‘মনে আর মাথায় তো নোংরামো ভরা। ভালো কিছু শিখতে পারলেন কি?’ আরেকজন লিখলেন, ‘একেবারে যোগ্য সঙ্গত! একজন ইস্কনের হয়ে সনাতন ধর্মের পিণ্ডি দেন আরেকজন সিঁদুর পরে সেটাকে লিভ ইন বলেন।’
নুসরতের লুক নিয়েও হল কটাক্ষ। ওজন ঝরিয়ে অনেক ছিপছিপে হয়ে গিয়েছেন অভিনেত্রী। তা নিয়ে কটাক্ষ করে একজন লিখলেন, ‘দিনদিন কঙ্কালের মতো চেহারা হচ্ছে, ছবিতে একেবারে জঘন্য লাগছে।’ অপরজন লিখলেন, ‘আজকাল ঠোঁটটা মুখের থেকেও বর লাগছে, কেন যে লিপ জব করিয়েছিলে!’
নুসরত জাহানকে দেখা গিয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’-এ। মুক্তির অপেক্ষায় ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। নুসরতের বলিউডে কাজ করার কথা চলছে বলেও খবর। সঙ্গে সামলাচ্ছেন ছেলে ঈশানকে। সাংসদ হিসেবে দায়িত্ব পালন তো আছেই।
অন্য দিকে, যশকে দেখা যাবে খুব জলদি বলিউডের ‘ইয়ারিয়া ২’ সিনেমায়। বিপরীতে নায়িকা দিব্যা খোসলা কুমার। একইসঙ্গে নুসরতের সঙ্গে দেখা যাবে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-তে। যদিও আভ্যন্তরীন কিছু সমস্যার (পরিচালক-প্রযোজকদের সঙ্গে বনিবনা হচ্ছে না যশ-নুসরতের) কারণে এই ছবির কাজ আপাতত বন্ধ রাখা আছে বলেই খবর।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)