আর পাঁচটা পরিবারের মতো বহুদিন পর ছেলের সঙ্গে রবিবার যাপন করতে দেখা গেল অভিনেত্রী নুসরত জাহানকে। সাধারণত তাঁর সন্তান স্টার কিড হলেও তিনি তাঁকে যে কোনও রকমের প্রচারের আলো থেকে দূরে রাখেন। বিশেষ ছবিও পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এদিন বহুদিন পর তিনি তিনি ছেলের সঙ্গে রবিবার যাপনের ছবির পোস্ট করলেন।
নুসরত এবং ঈশানের এই রবিবার যাপনের একটি বেশ লক্ষণীয় দিক ছিল অভিনেত্রীর একরত্তির জুতো। ঈশানের পায়ে থাকা জুতোটি বেশ মজাদার। এটা যে একটি কাস্টোমাইজড জুতো সেটা দেখেই বোঝা যাচ্ছে। জুতোটি সাদা রঙের, তার উপর মিকি মাউস, চশমা, ইত্যাদির স্টিকার লাগানো। সঙ্গে ঈশানের বাবা মায়ের নামের অদ্যাক্ষর লেখা। অর্থাৎ যশ দাশগুপ্তর Y এবং D, আর নুসরত জাহানের N এবং J। দু পায়ের জুতো বাবা মায়ের অদ্যাক্ষর খোদাই করা। যদি অভিনেত্রীর পোস্ট করা এই স্টোরিতে তাঁর ছেলের মুখ দেখা যাচ্ছে না। তবে সে তার মায়ের কোলে বসে কোথাও বেড়াতে যাচ্ছে যে গাড়ি চড়ে সেটা স্পষ্ট।
এখন সমস্ত বিতর্ক স্তিমিত হলেও ঈশানের জন্মের সময় নুসরত জাহান, তাঁর প্রাক্তন এবং যশ দাশগুপ্ত এই তিনজনকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। চরম কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। নিখিল জৈনকে বিয়ে থেকে বিচ্ছেদ, যশের সঙ্গে সম্পর্কের সূত্রপাত সবটা নিয়েই বিস্তর কাটাছেঁড়া হয়েছিল। কিন্তু সেসবকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো জীবন যাপন করেন নুসরত।
প্রসঙ্গত যশ এবং নুসরত দুজনেই এখন শিকার ছবিটির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ভরা গরমে তাঁদের এই ছবির শুটিং হয়। এই ছবির সেটে অভিনেত্রী তাঁর সন্তানকে সঙ্গে নিয়ে যেতেন। অন্যদিকে আগামীতে যশকে ইয়ারিয়া ছবির সিক্যুয়েলে দেখা যেতে চলেছে। তাঁর বলিউডে হাতেখড়ি হবে এই ছবির মাধ্যমেই। সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন সেটাও জানিয়েছেন অভিনেতা।