টলিপাড়ার গ্ল্যামারাস ডিভা নুসরত জাহান। এক কথায় বলা যেতে পারে ট্রেন্ড সেটার তিনি। খোলামেলা পোশাক নিয়ে ছুৎমার্গ নেই নায়িকার। এর জন্য ট্রোলিং-এর মুখে পড়লেও কটাক্ষকে পাত্তা দেন না নুসরত। কারণ নুসরত জীবনটা নিজের শর্তে বাঁচেন। আপতত রাজনীতি থেকে দূরে, তবে সংসার আর কেরিয়ার সামলাচ্ছেন সমানতালে। আরও পড়ুন-মদন মিত্রর ছায়াসঙ্গী, তৃণমূল বিধায়কের পাশে দাঁড়ানো সুন্দরীকে চেনেন? পরিচয় শুনলে চমকে যাবেন
বসিরহাটের প্রাক্তন সাংসদ সম্প্রতি এক স্কিন কেয়ার ব্র্যান্ডের প্রচারে হাজির হয়েছিলেন। সেখানেই নিজের জেল্লাদার ত্বকের রহস্য ফাঁস করলেন নুসরত। একইসঙ্গে জানালেন তিন বছরের শিশুপুত্র ইশানের ত্বকের যত্ন কীভাবে নেন তিনি।
নুসরতের জানালেন বর্ষাকালে নিজের ত্বককে দাগছোপ মুক্ত রাখতে,বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করেন তিনি। সেটা হল- ক্লিনজিং টোনিং আর ময়েশ্চারাইজিং। সঙ্গে যোগ করেন, ‘যখন বাইরে যাই মেকআপের ক্ষেত্রে বেসটা হালকা রাখি। খুব বেশি ফাউন্ডেশন লাগানো আমার পছন্দ নয়, পরিমিতই ব্যবহার করি। আসলে আমরা যে প্রফেশনে আছি, নিজের দিকে নজর দেওয়াটা খুব জরুরি। সময় না থাকলেও সেটা বার করে নিতে হয়।’
ওদিকে একটু একটু করে বড় হয়ে উঠছে যশরত পুত্র ইশান। এই মাসেই তিন বছর পূর্ণ করবে খুদে। মাস কয়েক আগেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছেন নুসরত। তারপর থেকেই যশ-পুত্রকে নিয়ে কৌতুহল আরও বেড়েছে ভক্তদের। ছেলের ত্বকের যত্ন নিয়ে ঠিক কী করেন নুসরত? অভিনেত্রী জানালেন, ছেলেদের জন্য় শুধু স্কিনটা ময়শ্চারাইজ করাই যথেষ্ট। ছেলের ত্বকের যত্ন নিতে ঘরোয়া টোটকাতেই ভরসা রাখেন তিনি। বললেন, ‘ওর নানিরা আছেন। নানিদের তরফে অনেক উপদেশ আছে। বাড়িতে যেগুলো আমরা ব্যবহার করি, বেসন থেকে শুরু করে (দুধের) সর, সেগুলো আমাকে কিছু করতে হয় না। সব ওরাই (নানি) করে দেয়’।
ঠাকুমার আদর বেশিদিন পাওয়ার সুযোগ হয়নি ইশানের। তবে দিদিমার আদর-যত্নে বেড়ে উঠছে খুদে। দুই ছেলে, আদরের পোষ্য়দের নিয়ে ভরা সংসার যশরতের। হালে আম্বানিদের বিয়েতে যোগ দিয়ে চর্চায় উঠে এসেছিলেন দুজনে। গত বছর যশের সঙ্গে হাত মিলিয়ে প্রযোজনা সংস্থা শুরু করেছেন নুসরত। তাঁদের প্রথম ছবি ‘মেন্টাল’ বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়। সেই ব্যর্থতা ভুলে শীঘ্রই নতুন ছবি নিয়ে ফিরবেন তাঁরা, জানালেন নুসরত জাহান।