
Nusrat Jahan: আমার ‘ইস্যু’ নিয়ে মিডিয়া ব্যবসা করেছে, সিনেমার প্রচারে ক্ষোভ নুসরত জাহানের
১ মিনিটে পড়ুন . Updated: 19 Jan 2022, 10:26 AM IST- নুসরত জানান ছোটবেলা থেকেই তাঁর নামের পাশে বিতর্কিত তকমা সেঁটে দেওয়া হয়েছে।
নুসরত জাহান অপেক্ষা করে আছেন 'স্বস্তিক সংকেত' মুক্তির। রুদ্রাণীর চরিত্র নিয়ে খুব উৎসাহী অভিনেত্রী। বারবার জানিয়েছেন, বাংলা সিনেমায় এরকম ধরনের কাজ খুব কম হয়েছে। প্রিয়ম ও রুদ্রানীর রসায়নও মনে ধরেছে তাঁর। আর সেই নিয়ে জি ২৪-র সাথে কথা বলতে গিয়েই নতুন বিতর্কের জন্ম দিলেন নুসরত!
অভিনেত্রী নুসরত জাহানের কাছে প্রশ্ন রাখা হয়, প্রিয়ম ও রুদ্রানীর মতো কি বাস্তবে যশ-নুসরতের সম্পর্ক। আর তাতেই খানিক বিরক্তি প্রকাশ করেন ‘স্বস্তিক সংকেত’ নায়িকা। বলতে শোনা যায়, ‘আমার এটা আলাদা করে বলতেই খুব অদ্ভুত লাগে। আমি জানি না সবার এসব নিয়ে এত প্রশ্ন কেন? …আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদের মাথায় চিৎকার করে তো আর এই নিয়ে কথা বলব না। শুধু বলতে পারি, আমি ভালো আছি।’
এরপরেই নুসরত জানান ছোটবেলা থেকেই তাঁর নামের পাশে বিতর্কিত তকমা সেঁটে দেওয়া হয়েছে। সঙ্গে তাঁর বক্তব্য তাঁকে নিয়ে ব্যবসা করেছে প্রতিটা মিডিয়া হাউজ। নুসরতের মতে, ‘আমায় যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে যখন সেটা আমার ব্যক্তিগত জীবনে আঘাত হানে তখন তো থামতেই হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না!’ সঙ্গে নুসরতের আরও বক্তব্য তিনি জানেন কোথাও গিয়ে কোনও জিনিস বিক্রি হতে মশলার দরকার হয়। কিন্তু সেই মশলা তিনি যেচে কখনও দর্শক, আমজনতা বা মিডিয়ার হাতে তুলে দেননি। তাঁর যেটুকু করার তিনি করেছেন, তাঁকে নিয়ে তর্ক-বিতর্ক করা মানুষের চয়েজ।
অভিনেত্রী আরও জানান, ‘আমি কোনও সুপারওম্যান নই। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, উঠে দাঁড়িয়েছি। আবার নতুন করে ভুল করেছি। তবে আমি মনে করি এসব নিয়ে আমি সবাইকে জবাব দেব না। আমার পরিবারকে দেব। আর ফ্যানদের সাথে যদি কোনও ভুল করি, তাঁদের সেটার জবাব দেব। আমার যদি কোনও বিষয় নিয়ে কথা বলতে না ভালো লাগে, আমি বলব না! এর মধ্যে ভুল কোথায়?’