আরও একবার এই পুজোয় আসছে 'রক্তবীজ' এবার পার্ট-২। এখবর অবশ্য পুরনো। এই ছবির কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন আবির-মিমি। এটাও জানাই ছিল। তবে জানা যাচ্ছে, এবার আবির-মিমির সঙ্গে এই ছবিতে যোগ দেবেন টলিপাড়ার আরও এক নায়িকা। কিন্তু কে তিনি?
সংবাদ প্রতিদিন-এর প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে, এই ছবিতে আবির-মিমির সঙ্গে যোগ দেবেন নুসরত। টলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে এমনই খবর। তবে শুধু নুসরতই নন, জানা যাচ্ছে, রক্তবীজ-২তে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অঙ্কুশ ও কৌশানিকেও। তবে বলাই বাহুল্য নুসরতের এন্ট্রি এই ছবি ঘিরে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। কিন্তু কোন ভূমিকায় দেখা যাবে নুসরতকে?
নাহ, সেবিষয়ে অবশ্যই কিছুই ফাঁস করতে নারাজ কলাকুশলীরা। প্রসঙ্গত, ২০২৩ সালে উইনডোজ প্রোডাকশনের অ্যাকশন থ্রিলার 'রক্তবীজ' বাংলার বক্স অফিসে রেকর্ড গড়েছিল। এরাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয়স্তরেও প্রশংসিত হয়েছিল এই ছবি। বাস্তব ঘটনা খাগড়াগড় বিস্ফোরণের ঘটনাকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছিল 'রক্তবীজ'। তবে এবার কোন বাস্তব ঘটনাকে নিয়ে সিনেমার পর্দায় 'রক্তবীজ-২' তুলে ধরতে চলেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়? সেবিষয়টি অবশ্য স্পষ্ট নয়।
প্রসঙ্গত গত মাসে মুক্তি পেয়েছিল রক্তবীজ-২র মোশন পোস্টার। যেখানে দেখা গিয়েছিল ঝরে পড়া এক বিন্দু রক্ত দিয়েই লেখা হচ্ছে রক্তবীজ-২র নাম। আর ভিডিয়োর ঝলকে দেখা মিলেছে আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তীর। পোস্টের ক্যাপশানে লেখা হয় ‘রক্তবীজের এক বিন্দু রক্ত মাটিতে পড়লে, সেখান থেকে জন্ম নেয় হাজার হাজার রক্তবীজ। এই পুজোয় আবারও আসছে রক্তবীজ ২।’ সেই মোশন পোস্টারের মাধ্যমেই জানানো হয়েছিল ২০২৫-এর পুজোয় আসছে এই ছবি।
আরও পড়ুন-'উদিতজি একটা চুমু হয়ে যাক…', গায়ককে সামনে পেয়েই রসিকতা পাপারাৎজির কী করলেন শিল্পী?
প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টেজানিয়েছিলেন, ‘Windows Production House এর সঙ্গে বড়পর্দায় দেখা হবে তিনবার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও 'আমার বস', বাকি দুটো ছবির মধ্যে পুজোয় আশাতীতভাবেই আসছে ‘রক্তবীজ-২’, আর ক্রিসমাসে আসছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।