একটা সময় যশ এবং নুসরতকে নিয়ে বিরাট জলঘোলা হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। যশের সঙ্গে বিয়ে, প্রথম বিবাহ বিচ্ছেদ এমন কি সন্তানকে নিয়েও প্রচুর উপহাসের সম্মুখীন হতে হয়েছিল নুসরত জাহানকে। কিন্তু সেই কঠিন পরিস্থিতি সামলে এখন যশের সঙ্গে সুখে সংসার করছেন তিনি।
কিছুদিন আগেই অভিনেত্রীর বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে অনেকে ভেবেছিলেন, যশের সঙ্গে হয়তো কিছু সমস্যা চলছে অভিনেত্রীর। যদিও পরবর্তীকালে সেটি ঠিক হয়ে যায়। ওই স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আর কি। ডিভোর্সের সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে চলতি বছর দুর্গাপুজোয় স্বামী সন্তানকে নিয়ে ছুটি আনন্দ করতে দেখা গিয়েছে নুসরতকে।
আরও পড়ুন: বাথরুমে ছেলেকে নিয়ে এ কী করলেন সুদীপ! ভিডিয়ো দেখে অবাক নেটপাড়া
আরও পড়ুন: নাগপুরে বন্ধুর হাতে খুন অমিতাভ বচ্চনের সহ অভিনেতা, আটক অভিযুক্ত
পুজো মিটতেই এবার স্বামীর জন্মদিন নিয়ে একটি স্পেশাল পোস্ট করতে দেখা গেল নুসরত জাহানকে। যশের সঙ্গে বিভিন্ন দুষ্টু মিষ্টি সম্পর্কের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা গেল অভিনেত্রীকে। ছবিগুলিতে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের কোলে স্বামীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত অভিনেত্রী কোথাও আবার দেখতে পাওয়া যাচ্ছে বাথরুমে একে অপরের সঙ্গে খুনসুটি করতে ব্যস্ত।
তবে ছবির থেকেও বেশি আকর্ষণীয় ছবির ক্যাপশন। ছবিগুলি পোস্ট করে নুসরত লেখেন, ‘সারা পৃথিবীর সঙ্গে একজন হয়ে লড়াই করেছি আমরা। এখন আমরা একে অপরের সঙ্গে লড়াই করছি। একে অপরের কথায় যেমন হেসেছি, তেমন একে অপরকে দুঃখ দিয়েছি।’
আরও পড়ুন: 'খুব শীগ্রই সেটা জানতে পারবে...', রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?
আরও পড়ুন: ভেদাভেদ ভুলে জুবিনকে শ্রদ্ধা পাকিস্তানের, গানে গানে স্মরণ সঙ্গীত শিল্পীকে
অভিনেত্রী আরও লেখেন, ‘ঝগড়া অশান্তি করতে আমরা রীতিমতো পারদর্শী। তুমি আমার প্রিয় মাথা ব্যথার কারণ। তোমার এই বিশেষ দিনে তোমার শান্তি এবং সাফল্য কামনা করি। আমার পৃথিবীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
প্রসঙ্গত, সম্প্রতি ‘রক্তবীজ ২’ ছবিতে একটি আইটেম ডান্স করতে দেখা যায় অভিনেত্রীকে। ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ গানটি এই বছরের অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয়েছে। ছবিটি মুক্তি পায় গত ২৫ সেপ্টেম্বর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। সঙ্গ দিয়েছেন অঙ্কুশ, কৌশানি। বিশেষভাবে নজর কেড়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস।