বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat-Yash: ‘দুর্নীতির টাকায় মলদ্বীপ!’, বিকিনি পরে জলকেলি নুসরতের, কী লেখা বুকের ট্যাটুতে

Nusrat-Yash: ‘দুর্নীতির টাকায় মলদ্বীপ!’, বিকিনি পরে জলকেলি নুসরতের, কী লেখা বুকের ট্যাটুতে

হলুদ বিকিনিতে মলদ্বীপে নুসরত। 

বিকিনিতে হটনেস ছড়াচ্ছেন নুসরত জাহান। কলকাতায় ফিরলেও ঘোর কাটেনি। হলুদ বিকিনিতে ছবি শেয়ার করে মুখ হাঁ করলেন নেট-নাগরিকদের। কী লেখা তাঁর বুকের ট্যাটুতে?

মলদ্বীপ থেকে কদিন আগেই ঘুরে এসেছেন নুসরত জাহান আর যশ দাশগুপ্ত। আর সুন্দর এই বিচ ভ্যাকেশনের ছবি-ভিডিয়ো দিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মুখ হাঁ করে দিয়েছেন অভিনেত্রী। এবার যেমন দেখা দিলেন তিনি হলুদ বিকিনিতে। হট পোজে বেশ কিছু ছবি তুললেনও বিচের ধারে, জলের পাশে। পরিষ্কার ফুটে উঠল বুকে থাকা ট্যাটুটি। যেখানে লেখা রয়েছে ‘Victory’।

খোলা চুল, সানকিসড লুক, কোমরে জড়িয়ে রেখেছেন একটা স্কার্ফ। হটনেসে টেক্কা দিয়ে যাবেন যে কাউকে। ভিডিয়োতে ব্যবহার করেছেন ইয়ারিয়া ২ ছবির গান। যে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন যশ। ক্যাপশনে লিখলেন, ‘সূর্য, সমুদ্র আর এই গান। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল রিলস বানানোর। অবশেষে তা পূরণ হল।’ বলা বাহুল্য, এবারেও বউকে লেন্সবন্দি করেছেন যশই।

আরও পড়ুন: শোভন-সোহিনী কাছাকাছি! স্বস্তিকার আক্ষেপ, ‘সম্পর্কে থেকেও ব্রেকআপ…’

নুসরতের ভিডিয়ো নিয়ে এল মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখলেন, ‘মলদ্বীপ গেলে বিকিনি পরতেই হবে। বলিউডের পর এবার টলিউডের পালা’। আরেকজন লিখলেন, ‘এই নাকি আমাদের সাংসদ। ভাবা যায়।’ তৃতীয়জনের মন্তব্য, ‘চিটফান্ডের টাকা দিয়ে মলদ্বীপের ট্রিপটা করলেন বুঝি?’ চতুর্থজনের মন্তব্য, ‘দিদি ইডি আবার ডেকে পাঠাবে তো। কী কী মিথ্যে বলবেন ভেবে রেখেছেন?’

তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান। লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন বসিরহাট থেকে। যদিও সেখানকার বাসিন্দাদের অভিযোগ, নিজের লোকসভা এলাকায় খুব কমই যান তিনি। বরং বেশিই ব্যস্ত থাকেন জীবনে ওঠা নানা বিতর্ক, সিনেমার শ্যুটিং, বিদেশের ট্যুর নিয়ে। আরও পড়়ুন: দজ্জাল শাশুড়ি থেকে সোজা ‘বেবি ডল’! বিকিনি ছেড়ে এখন কোন পোশাকে এলেন নন্দিনী

ভোটে জেতা ও সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকে কম বিতর্ক আসেনি নুসরতের জীবনে। হঠাৎ প্রেগন্যান্সি, নিখিলের সঙ্গে বিয়ে অবৈধ ঘোষণা, সন্তানর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন, ছেলে ঈশানের বাবা হিসেবে যশের নাম সামনে আসা, যশকে বিয়ের খবর, আর্থিক দুর্নীতিতে নাম জড়ানো, ইডি-র ডেকে পাঠানো… তালিকা অনেক লম্বা। 

কাজের সূত্রে, যশকে শেষ দেখা গিয়েছে ইয়ারিয়া ২-তে দিব্যা খোসলা কুমারের বিপরীতে। তবে বক্স অফিসে সেই সিনেমা ডাহা ফ্লপ করে। টলিউডে একাধিক প্রোজেক্টে দেখা যাওয়ার কথা আছে যশ আর নুসরতের একসঙ্গে- মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, মেন্টাল, শিকার। 

সঙ্গে দুই ছেলেকেও বড় করছেন একসঙ্গে। নুসরতের সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার আগে আরও একবার বাবা হয়েছিলেন। প্রথম বিয়ে থেকেও একটি ছেলে রয়েছে যশের। দুই সন্তানই থাকে একসঙ্গে। নুসরত আর যশের আদর-ছায়াতেই বড় হচ্ছে তাঁরা একসঙ্গে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সীমান্তে মেরামতের সময় আফগানি হামলা, পালটা গুলি চালাল পাক সেনা, নিহত বেশ কয়েকজন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট! টি২০ বিশ্বকাপে ভারতের দ্রুততম ফিফটির মালিক হরমনপ্রীত… স্বপ্নের ক্যাচ নিলেন পরিবর্ত প্লেয়ার রাধা, মেডেল পেয়েই লজ্জায় ঢাকলেন মুখ ‘বাচ্চার জন্য আমার কোন ডায়াপার…’, শ্রেয়া ফোন লাগায় সোজা সুনিধিকে, তারপর? জারি অনশন, অবস্থান লালবাজারের সামনে, সপ্তমীর শহরে বাড়ল আন্দোলনের ঝাঁঝ প্রতিদিন বিক্রি করছেন ৯,৩০০ টাকার বড়া পাও , জানুন তাঁর রোজনামচা চলতি আর্থিক বছরে ৬০০টি নতুন শাখা খুলবে SBI, জানালেন চেয়ারম্যান ৯.৫ শতাংশ বেতন বৃদ্ধি হবে পরের বছর! কর্মীদের জন্য সুখবর ১০৬ টি পুজো পেল বিশ্ব বাংলা শারদ সম্মান, সেরা পুজোর খেতাব জিতল কারা? ‘ঈশ্বর সুন্দর মানুষ তৈরি বন্ধ করেছেন,’ রতন টাটার কোন ছবি দেখে বলেছিল নেটপাড়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.