উদ্দাম পার্টিতে মগ্ন খুশি কাপুর এবং নাইসা দেবগণ। বলিউডের এই দুই স্টার কিডকে মুম্বইয়ের এক রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গিয়েছে। সঙ্গে ছিলেন তাঁদের বন্ধুবান্ধবরা। বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে নেমে রেস্তোরাঁয় প্রবেশ করতে গিয়ে পাপারাৎজ্জির লেন্সবন্দি হন খুশি এবং নাইসা।
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী এবং প্রযোজক বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। শীঘ্রই বলিউডে ডেবিউ করবেন তিনি। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়েই অভিনয় যাত্রা শুরু হবে শ্রীদেবীর ছোট কন্যের। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। মার্কিন যুক্তরাজ্য থেকে দিন কয়েক আগেই ঘুরে ফিরেছেন খুশি। এরপরই বন্ধুদের সঙ্গে পার্টি করার আগে লেন্সবন্দি হন তিনি। আরও পড়ুন: রেড রোডে পুজো উৎসবে হাজির রাজ, লাভলি থেকে মিমি! ‘দেব কোথায়?’, প্রশ্ন নেটিজেনের
অভিনেতা অজয় দেবগণ এবং কাজল কন্যা নাইসা। নেটমাধ্যমে দারুণ জনপ্রিয় তিনি। লন্ডনে পড়াশোনা করেন। দিন কয়েক আগেই বন্ধুদের সঙ্গে ইউরোপ ট্রিপ থেকে ফিরেছেন নাইসা। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছিল তাঁর বিদেশ ট্রিপের ছবি।
বৃহস্পতিবারের আউটিংয়ের জন্য কালো পোশাক পরেছিলেন খুশি কাপুর। কালো জুতো এবং কালো ব্যাগ হাতে দেখা গিয়েছিল তাঁকে। ইনস্টাগ্রামে একটি পাপারাৎজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে তাঁকে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। অন্যদিকে, ভিডিয়োতে নাইসাকে প্রিন্টেড জ্যাকেটের সঙ্গে লাল মিনি পোশাকে দেখা মিলেছে। তাঁদের বন্ধু ওরহান আওয়াত্রামনি, যিনি প্রায়শই নাইসা এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে পার্টি করার ঝলক শেয়ার করেন, তাঁকেও দেখা গিয়েছে। আরও পড়ুন: প্রয়াত ঐশ্বর্যর ‘পোন্নিয়ান সেলভান' ছবির গায়ক বাম্বা বাক্য, বয়স হয়েছিল ৪৯
বি-টাউনের এই দুই স্টার কিড নাইসা এবং খুশিকে একসঙ্গে প্রথমবার পার্টি করতে দেখা গিয়েছে। অনেক নেটিজেন তাঁদের বি-টাউনের ‘নতুন বেস্ট ফ্রেন্ড ফরেভার’ বলেছেন।
সম্প্রতি, খুশির দিদি অভিনেত্রী জাহ্নবী কাপুরকেও লন্ডনে নাইসা, অভিনেতা আহান শেট্টি এবং তাঁদের বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে। ওরহান তাঁর বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। আরও পড়ুন: প্রথম প্যান ইন্ডিয়া ছবি 'শোলে'! বর্তমান সময়ের ছবির সফলতা প্রসঙ্গে পরিচালক রমেশ
বছর ১৯-এর নাইসার ইন্ডাস্ট্রিতে ডেবিউর গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চাউর হয়েছে। মেয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে অজয় জানিয়েছেন, ‘ও এখনও কিশোরী। কেরিয়ারে কোন দিকে সে এগিয়ে যেতে চায়, আমাকে বা কাজলে কাউকেই বলেনি কিছু। বর্তমানে ও বিদেশে পড়াশোনা করছে। যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেয় সেইটা তাঁর পছন্দ। বাবা-মা হিসেবে আমরা সবসময় ওকে সমর্থন করব।’