বাংলা নিউজ > বায়োস্কোপ > Nysa Devgan Viral Video: টলমল পা, জামার ফাঁক থেকে বেরিয়ে আসছে ব্রালেট, বড়দিনে বেসামাল কাজল-কন্যা নাইসা

Nysa Devgan Viral Video: টলমল পা, জামার ফাঁক থেকে বেরিয়ে আসছে ব্রালেট, বড়দিনে বেসামাল কাজল-কন্যা নাইসা

ক্রিসমাসে কাজল-অজয়ের মেয়ে নাইসা দেবগন। 

বড় গলার বডিকন ড্রেস থেকে বরিয়ে কালো ব্রালেট, বড়দিনে কটাক্ষের মুখে কাজলের নাইসা

কাজল কন্যা আজকাল প্রায়ই আসেন খবরে। না এখনও বলিউডে পা রাখেননি তিনি। সবে ১৮-র গণ্ডি পেরিয়েছে, পড়াশোনার জন্য থাকেন বিদেশে। নাইসাকে নিয়ে সবচেয়ে বেশি খবর হয় তাঁর পোশাকের কারণে। প্রায়ই সেক্সি অবতারে দেখা মেলে কাজল-অজয় কন্যার। কখনও বলিউডি পার্টিতে, কখনও বিদেশের কফি শপে কখনও আবার মুম্বইয়ের রাস্তায়। আর সেইসমব মুহূর্ত ভাইরাল হয়ে যায় নিমেষে।

বড়দিনে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে রাস্তায় নামলেন নাইসা। সঙ্গে ছিলেন ইব্রাহিম আলি খান, আহান খান, ওরহান আত্রামানী। শিল্পা শেট্টির রেস্তোরাঁতে আয়োজন করা হয়েছিল এই বড়দিনের পার্টির। সেখানেই হাজির হয়েছিলেন স্টারকিডরা। বলে রাখা ভালো, ওরহান মানে ওরির সঙ্গে আগে প্রেম ছিল জাহ্নবীর। তবে আজকাল তাঁকে বেশি দেখা যায় নাইসার সঙ্গেও। এর আগেও দুজন ফ্রেমবন্দি হয়েছেন বহুবার। বড়গিনের রাতেও দেখা গেল বিশেষ বান্ধবীকে এক্কেবারে আগলে রাখলেন ওরি। অনেকেই বলছেন দুজনেই ছিলেন ড্রাঙ্ক। তাই পাপারাৎজিদের দেখে হঠাৎই পিছন দিকে হাঁটা শুরু করেন, তারপর ফের গাড়ির দিকে যান। যেন হারিয়ে ফেলেছিলেন তালজ্ঞান।

গোলাপি রঙের একটি বডিকন ড্রেস পরেছিলেন নাইসা। যার ডিপ নেক থেকে উঁকি দিচ্ছিল ভিতরে থাকা কালো ব্রালেট। শরীরের প্রতিটা কার্ভ ফুটে উঠেছিল স্পষ্ঠভাবে। মেকআপে ছিল উইঙ্গড আইলাইনার, স্মোকি আই আর ন্যুড লিপস্টিক।

১৯৯৯ সালে বিয়ে করেন কাজল আর অজয়। এরপর ২০০৩ সালে জন্ম হয় মেয়ে নাইসার। ২০১০ সালে জন্ম ছেলে যুগের। বছরখানেকের মধ্যে নাইসার ভোলবদল চমকে দিয়েছিল সকলকে। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোল হন নাইসা। সেই সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অজয় দেবগণ জানিয়েছিলেন, সন্তানের সম্পর্কে এই ধরণের ট্রোল দেখে যথেষ্ট খারাপ লাগে তাঁর। অজয় দেবগনের কথায়, ‘কাজল আর আমি অভিনেতা। আমাদের বিচার করুন। আমাদের কারণেই, আমাদের ছেলেমেয়েরা প্রতিবারই স্পটলাইটের নীচে থাকে’।

 

বন্ধ করুন