দিন কয়েক আগেই রাত পার্টি থেকে ‘টলমল পায়ে’ বার হতে দেখা গিয়েছিল কাজল ও অজয় দেবগণ কন্যাকে। ঘাঁটা লিপলিস্ট, এলোমেলো চুলে সোজাভাবে হাঁটতে পারছিলেন না এই স্টারকিড। দেহরক্ষীরা রীতিমতো হাত ধরে গাড়িতে তুলে দেন নাইসাকে। এর জেরে তুমুল হাসির খোরাকে পরিণত হয়েছিলেন নাইসা দেবগণ। ফের একবার নেটপাড়ায় চর্চায় নাইসার নতুন ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় আবারও ট্রোলের শিকার করেন তিনি।
এবার পার্টিতে ঢোকবার মুখে গাড়ি থেকে নামতে গিয়ে সজোরে ধাক্কা খেলেন নাইসা। গাড়িতে মাথা ঠুকে গেল তনুজার নাতনির। নাইসার এমন আজব কীর্তি দেখে নেটপাড়ার প্রশ্ন, ‘কোথায় হুঁশ থাকে মেয়ের?’ কেউ লিখেছেন, ‘এত বেসামাল কেন?’ অনেকেই তো কড়াভাবে ‘মাতাল মেয়ে’ বলেও বিদ্রুপ করতে ছাড়েননি নাইসাকে। কেউ কেউ তাঁকে ‘নেশাখোর’ বলেও টিটকিরি মেরেছে।
সদ্য় ২০-তে নাইসা এখন বলিউডের রাতপার্টির পরিচিত মুখ। প্রায়ই সেক্সি অবতারে পাপারাৎজিদের ক্যামেরায় লেন্সবন্দি হন নাইসা। এক কথায় নাইসা ‘পার্টি অ্যানিমেল’। তারকা সন্তান হওয়ার জেরে ক্যামেরা সবসময়ই ফলো করে তাঁকে। এর জেরে কম ট্রোলড হন না তিনি। এদিন ব্লু ডেনিম আর কমলা রঙা বেলুন স্লিভস টপে লেন্সবন্দি হয়েছেন নাইসা। খোলা চুল আর হালকা মেকআপেই ধরা দিয়েছেন অজয়-কন্যা।
প্রিয় বন্ধু ওরির সঙ্গে একাধিক পার্টিতে দেখা যায় কাজল-কন্যাকে। ওরহানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে একটা সময় কম চর্চা হয়নি। শাহরুখ-পুত্র আরিয়ান খান, সইফ-পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গেও নিয়ম করে পার্টি করেন নায়সা। বছরখানেকের মধ্যে কাজল কন্যার ভোলবদল চমকে দিয়েছে সকলকে। সুন্দরী হতে শরীরের উপর নানান কাটাছেঁড়া করেছেন নাইসা, নিয়েছেন কসমেটিকস সার্জারির সাহায্য এমন অভিযোগেও বিদ্ধ হয়েছেন এই স্টার কিড।
বিদেশে পড়াশোনা করেছেন নাইসা। সিঙ্গাপুরে হাইস্কুল শেষ করে সুইজারল্যান্ডের জিলায়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনে ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন।
এখন থেকেই ট্রোলিং-এর মুখে পড়তে হচ্ছে নাইসাকে, কীভাবে সবটা সামলাবেন তিনি? সেই পরামর্শ আগেভাগেই দিয়ে রেখেছেন কাজল। মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘সবাই সব সময় সন্তানদের ক্ষেত্রে রক্ষণশীল হয়। হওয়ার কথাও। যদিও চারজন মানুষ তো সমালোচনা করবেই। আমি ওঁদের বুঝিয়ে বলেছিলাম, যদি দু-পাঁচজন মানুষ নেতিবাচক কথা লেখেন, তবে আরও ২৫০০ জন মানুষ রয়েছেন যারা তোমাদেরর সম্পর্কে সুন্দর কথা বলেছেন। তোমাদের সেদিকে মনোনিবেশ করা উচিত।’