বাংলা নিউজ > বায়োস্কোপ > Prakruti Mishra: পরকীয়ায় লিপ্ত অভিনেতা স্বামী, অভিযোগে সহ-অভিনেত্রী, প্রকৃতিকে রাস্তায় ফেলে পেটালো নায়কের বউ

Prakruti Mishra: পরকীয়ায় লিপ্ত অভিনেতা স্বামী, অভিযোগে সহ-অভিনেত্রী, প্রকৃতিকে রাস্তায় ফেলে পেটালো নায়কের বউ

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী প্রকৃতি মিশ্র হেনস্থার শিকার 

অভিনেতা বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তির হাতে হেনস্থার শিকার অভিনেত্রী প্রকৃতি মিশ্র। গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নাম প্রকৃতি মিশ্র। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী শুধু সৌন্দর্য নয়, নিজের অভিনয় প্রভিতার জন্য প্রশংসিত হন। তবে শনিবার আমচকাই অযাচিত কারণে সংবাদ শিরোনামে প্রকৃতি। ভুবনেশ্বরের রাস্তায় সহ-অভিনেতার স্ত্রীর হাতে মারধর খেলেন নায়িকা। প্রকৃতির কো-স্টার বাবুশান মোহান্তির স্ত্রী হাতে হেনস্থার শিকার অভিনেত্রী। প্রকৃতির সঙ্গে পরকীয়া লিপ্ত তাঁর অভিনেতা স্বামী, এমনই অভিযোগ বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তি শতপথির।

ভাইরাল ভিডিয়ো-তে দেখা গিয়েছে প্রকৃতিকে গাড়ির মধ্যে চুলের মুটি ধরে আক্রমণ করছেন বাবুশানের স্ত্রী। ওই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান। অভিনেত্রীকে রীতিমতো ছটপট করতে দেখা যায়। অন্যদিকে পথচারীরা সাহায্য করবার বদলে ভিডিয়ো তুলতে ব্যস্ত! এরপর কোনওরকমে গাড়ি থেকে নেমে একটি অটোরিক্সার দিকে ছুটে যান প্রকৃতি, সেইসময়ও তৃপ্তি তাঁকে ধাওয়া করেন।

এই ঘটনার জেরে খারাভেলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা, কৃষ্ণাপ্রিয়া মিশ্রা। নিজের সঙ্গে ঘটা এই ভয়ঙ্কর ঘটনা এবং পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন নায়িকা।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘প্রত্যেকটা গল্পের দুটো দিক থাকে। দুর্ভাগ্যবশত, আমরা এমন সমাজে থাকি, যেখানে একটা মেয়ের কথা শোনবার আগেই তাঁকে দোষী বলে ঘোষণা করা হয়। আমি এবং আমার সহ-অভিনেতা বাবুশান একসঙ্গে চেন্নাই যাচ্ছিলাম। উৎকল অ্যাসোশিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল আমাদের কাছে। আচমকাই বাবুশানের বউ কিছু গুন্ডা নিয়ে হাজির হয়, এবং অভিনেতাকে প্রশ্নবাণে জর্জরিত করে, এরপর আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়।’ এমন আচরণ বরদাস্ত করবেন না প্রকৃতি এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন সেকথাও বলেন তিনি।

প্রকৃতি জানান এই ঘটনা তাঁকে নাড়িয়ে দিলেও তিনি ভেঙে পড়বেন না। নারীর ক্ষমতায়নের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, এগিয়ে চলার লক্ষ্য়ে অবিচল তিনি। এরপর এক ট্রোলার কটাক্ষ করে কমেন্ট বক্স লেখে, ‘নারীর ক্ষমতায়ন মানে অন্যের বরকে চুরি করা নয়’। জবাবে অভিনেত্রী লেখেন, ‘যদি তোমার মাথায় একটু বুদ্ধি থাকত….তাহলে যা ঘটেছে সেটা দেখে বিষয়টা বোঝবার চেষ্টা করতে। এত তাড়াতাড়ি কাউকে বিচার করা উচিত নয়’।

প্রকৃতির সুরে সুর মিলিয়ে অভিনেতা বাবুশান বলেছেন, তাঁরা কেবলমাত্র সহ-অভিনেতা। একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। আগামিতে দুজনকে একসঙ্গে একটা ছবিতেও দেখা যাওয়ার কথা ছিল। তবে বাবুশান সাফ জানান, তাঁর স্ত্রীর আপত্তি থাকলে সেই ছবি থেকে বেরিয়ে আসবেন তিনি। ভবিষ্যতে প্রকৃতির সঙ্গে আর কোনও প্রোজেক্ট করবেন না, তেমনটাও জানিয়েছেন বাবুশান মোহান্তি।

 

বন্ধ করুন