বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর দেহ। মৃত অভিনবের বয়স মাত্র ৩২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
জানা যাচ্ছে বেঙ্গালুরু শহরে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং। তাঁর পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই আত্মহত্যা করেন অভিনব। তাঁকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি। জানা যাচ্ছে, পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের দেহ, তাঁর ওড়িশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
অভিনবের পরিবার ছেলের মৃত্যুর ঘটনায় ওড়িশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিনবের বাবা বিজয় নন্দ সিং তাঁর অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করেছেন এবং বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাঁদের দাবি অভিনব নিজের স্ত্রী এবং অন্যদের কাছ থেকে মানসিক নির্যাতন সহ্য করেছেন। পার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, অভিনব সিং, যিনি র্যাপ-এর দুনিয়ায় 'জাগারনট' নামে পরিচিত। ওড়িয়া র্যাপার হিসাবে বেশ জনপ্রিয়তাও ছিল তাঁর। তিনি তাঁর হিট গান 'কটক অ্যান্থেম' দিয়ে পরিচিতি পান। সেই র্যাপটিই তাঁকে গীতিকার হিসাবেও জনপ্রিয়তা দেয়। আবার 'কটক অ্যান্থেম' র্যাপটিতে তাঁর সঙ্গে শিকড়ের সাথে গভীর সংযোগকেও তুলে ধরে। এভাবেই অভিনব ওরফে 'জাগারনট'-এর একাধিক র্যাপে তাঁর স্থানীয় সাংস্কৃতিক উপাদান রয়েছে। সম্প্রতিক সময়ে তিনি MC টর (তন্ময় সাহু) এর মতো স্থানীয় শিল্পীদের সঙ্গেও কাজ করেছিলেন।
আরও পড়ুন-‘মুখ খুললে কী হয়…!’ এবার নাম না করে কমেডিয়ান রণবীরকে বিঁধলেন এ আর রহমান!
তবে গত বছর (২০২৪) অগস্টে বিতর্কেও জড়িয়েছিলেন অভিনব। ওড়িয়া অভিনেত্রী সুপ্রিয়া মিউজিক ভিডিয়ো লঞ্চের অনুষ্ঠানে তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। যে ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার তদন্তও শুরু হয়।
এছাড়াও, সিং ভুবনেশ্বরের একটি OYO হোটেলে আরেকটি ঘটনায় জড়িয়ে পড়েন এই র্যাপার। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর থাকার হোটেলটি সিল করে দেয়।