কয়েকদিন আগে বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ওড়িয়া র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং-এর দেহ। তখনই অভিনবের বউ-এর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিল র্যাপার এর পরিবার। আর এবার পুত্রবধূ এবং ছেলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এফআইআর দায়ের করল র্যাপার অভিনব সিং ওরফে 'জাগারনট'-এর বাবা-মা।
গত ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে তাঁর ভাড়া করা বাসস্থানেই বিষ খেয়ে র্যাপার অভিনব সিং আত্মহত্যা করে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশ। এরপর গত তিনদিন আগে তাঁর দেহ ওড়িশার কটকে ফিরিয়ে আনা হয়, সেখানেই সম্পন্ন হয় র্যাপারের শেষকৃত্য।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার পর যে অভিনব সিং-এর বাবা বিজয়ানন্দ সিং কটকের লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন। FIR-এ ছেলের বউ ও তাঁর শ্বশুরবাড়ির বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনা হয়েছে। তাঁদের কারণেই অভিনব এমন চরম পদক্ষেপ করেছে বলে দাবি তাঁর পরিবারের। বিজয়ানন্দ সিং-এর অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিনবের স্ত্রী, তাঁর বাবা-মা, ভাই, বোন ও শ্যালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন-‘আমাদের ভালোবাসার বুদবুদ বেড়ে উঠছে…’! বাবা-মা হওয়ার খবর দিলেন পরমব্রত-পিয়া
আরও পড়ুন-ইসলাম ধর্মাবলম্বী জাহিরকে বিয়ে করতে চান, শুনে কী বলেছিলেন সাগরিকা ঘাটগের বাবা-মা?
লালবাগ থানার ইনচার্জ সুধাংশু ভূষণ জেনা বলেছেন যে ওড়িশা পুলিশ অভিনবের বাবার অভিযোগের বিষয়ে বেঙ্গালুরু পুলিশকে অবহিত করবেন যাতে তাঁরা পুরো বিষয়টির তদন্তভার গ্রহণ করে।
জানা যাচ্ছে, অভিনব সিং-এর বিয়ে হয় ২০২২ সালের নভেম্বরে। তবে গত বছরের আগস্টে ভুবনেশ্বরের পটিয়া এলাকার একটি হোটেল থেকে অভিনব, তাঁর দুই সহযোগী এবং তিনজন মহিলাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপরই বউ-এর সঙ্গে অভিনবের সম্পর্কের অবনতি হয়। অভিনবের স্ত্রীও গত মাসের শেষের দিকে তাঁর বিরুদ্ধে যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন।
প্রসঙ্গত, অভিনব সিং র্যাপ-এর দুনিয়ায় 'জাগারনট' নামে পরিচিত। কটকের ৩২ বছর বয়সী এই র্যাপার শিল্পী গানের পাশাপাশি ইঞ্জিনিয়ারও ছিলেন। যিনি ওড়িশায় প্রথম স্বাধীন হিপ হপ লেবেল ‘দ্য আরবান লোফার’-এর প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই ওড়িশা হিপ-হপ উৎসবের আয়োজক ছিলেন। তবে অভিনব সিং প্রায় এক সপ্তাহ আগে বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন এবং একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছিলেন।