বাংলা নিউজ > বায়োস্কোপ > Gourab Roy chowdhury: ‘আমায় নীরবে শেষ করার পরিকল্পনা করছিল’, কার ওপর এত রাগ শ্রীমার প্রাক্তন গৌরবের?

Gourab Roy chowdhury: ‘আমায় নীরবে শেষ করার পরিকল্পনা করছিল’, কার ওপর এত রাগ শ্রীমার প্রাক্তন গৌরবের?

টিউমার অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ গৌরব।

এখন অনেকটাই ভালো আছেন। জলদি সেটে ফেরার আশ্বাস দিলেন নিজের পোস্টে। 

‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবীর ওরফে গৌরব রায় চৌধুরীর কনুইতে টিউমারের অস্ত্রোপচারের কথা আপনাদের আগেই জানিয়েছি। চলতি মাসেই জটিল অস্ত্রোপচার হয় তাঁর। এরপর ফেসবুকে নিজের ভালো থাকার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘এই যুদ্ধে হার নিশ্চিত ছিল… হাতের অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু চিকিৎসকরা ৬ ঘন্টার যুদ্ধ চালিয়ে শেষমেষ জিতিয়ে দিল আমায়, আর আমার হাতটাকে… ধন্যবাদটাও বোধহয় কম হয়ে যাবে বলা…’

এবার ইনস্টাগ্রামে একটা খোলা চিঠি লিখলেন তিনি। ডাক্তারদের প্রতি প্রকাশ করলেন একরাশ কৃতজ্ঞতা। যে ডাক্তার তাঁকে সুস্থ করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছেন সেই কৌশিক নন্দীকে ধন্যবাদ জানিয়ে গৌরব লিখছেন, ‘ওই যে বললাম ধন্যবাদটাও মনে হয় কম বলা হবে। শেষ ২ বছর ধরে একটা অদ্ভুত টিউমার লুকিয়ে ছিল, যেটা আমায় শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু আপনি আর আপনার টিম রুখে দাঁড়িয়ে সত্যিকারের হিরোদের মতো ঝুঁকিপূর্ণ সময় থেকে ভালো সময়ে আমায় ফিরিয়ে দিলেন।’

হাওড়ার এক বেসরকারি হাসপাতালে হয়েছে এই অস্ত্রোপচার। নিজের পোস্টে সেই হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানান গৌরব। লিখলেন, ‘আমি বরাবরই মারভেল আর ডিসি কমিকের ফ্যান। কিন্তু বাস্তবে ডাক্তার ইউনিভার্সকেই বিশ্বাস করি আমার জন্মলগ্ন থেকে। আর আমার মা-বাবা সেটাই শিখিয়েছে।’

গৌরব আরও জানালেন কিছুদিন বিশ্রাম নিয়েই তিনি সেট ফিরবেন। এখন অনেকটাই ভালো আছেন আগের থেকে। একটু আরাম নিলেই তিনি ঠিক হয়ে যাবেন। ওগো নিরুপমা’র আবির এবং সদ্য শেষ হওয়া ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র লিডিং লেডি শ্রীমা-র প্রেমের গল্প কারওরই আজানা নয়। 

২০২০-র মার্চ মাসে বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে প্রেম সম্পর্কের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন শ্রীমা-গৌরব। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পিডিএ নজর এড়াতো না কারুর। শেয়ার করতেন একে-অপরের সঙ্গে ছবি, PDA ভরা পোস্ট। চলতি বছরের গোড়ার দিক থেকেই আলাদা হয়ে গিয়েছেন। প্রকাশ্যে যদিও প্রেম ভাঙা নিয়ে কোনও মন্তব্য করেননি দুজনেই। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন দুজনেই। গৌরব সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন শ্রীমার সঙ্গে পোস্ট করা বহু ছবি।

বন্ধ করুন