বাংলা নিউজ > বায়োস্কোপ > ঐন্দ্রিলার জমজমাট জন্মদিন পার্টিতে চাঁদের হাট, অন্দরের ছবি হু হু করে ভাইরাল

ঐন্দ্রিলার জমজমাট জন্মদিন পার্টিতে চাঁদের হাট, অন্দরের ছবি হু হু করে ভাইরাল

জন্মদিনের পার্টি জমজমাট!

টলি পাড়ার কারা কারা হাজির ছিলেন নায়িকার জন্মদিন পার্টিতে? দেখুন-

৩১ মার্চ জন্মদিন ছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের। এ দিন সকাল থেকেই নেটামাধ্যমে শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। টলিপাড়ার একাধিক তারকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকাকে। সক্কাল সক্কাল নেটমাধ্যমে ঐন্দ্রিলাকে নিয়ে আদুরে পোস্ট করেছিলেন অঙ্কুশ। নিজের ‘কিপটে’ নাম ঘুচিয়ে প্রেমিকার জন্মদিন উপলক্ষে জমজমাট পার্টির আয়োজন করেছিলেন প্রেমিক অভিনেতা অঙ্কুশ হাজরা।

ঐন্দ্রিলার জন্মদিন পার্টিতে হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। দেব অধিকারী, সোহম চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অদ্রিজা রায়, মন্ত্রী সুজিত বসু, রুদ্রনীল ঘোষ, নীল ভট্টাচার্য, বিক্রম চট্টোপাধ্যায় থেকে টলিউডের আরও একাধিক নামীদামী ব্যক্তিত্ব হাজির ছিলেন পার্টিতে। ঐন্দ্রিলার জন্মদিন পার্টির অন্দরের ছবি-

ছিপছিপে শরীরে উজ্জ্বল গোলাপি কাঁধখোলা গাউনে এদিন জন্মদিন পার্টিতে ধরা দিয়েছিলেন ‘বার্থডে গার্ল’ ঐন্দ্রিলা। এ দিন জন্মদিনের সন্ধ্যেটা সেরা করে তুলতে ছিল খানাপিনার ঢালাও আয়োজন ছিল। গুঞ্জন, ১১ বছর প্রেমের পরে দাম্পত্য জীবনে প্রবেশের কথা নাকি এ দিনই ঘোষণা করেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। যদিও আসলে বিষয়টা কতটা সত্যি তা অবশ্য জানা যায়নি। তবে নেটমাধ্যমে ঐন্দ্রিলার জন্মদিন পার্টির অন্দরের ছবি ভাইরাল।

যদিও জন্মদিনের রেশ এখনও কাটেনি নায়িকার। আজও কেক কেটে চলছে সেলিব্রেশন।

 

বন্ধ করুন