Bigg Boss OTT-3 ঘরে পা রাখার পর থেকেই চর্চায় রয়েছেন ইউটিউবার আরমান মালিক। ২ বউকে নিয়ে বিগ বসের ঘরে পা রেখে বহু লোকজনের সমালোচনার মুখে পড়েন আরমান মালিক। তারই মাঝে বিশাল পাণ্ডেকে চড় মেরে উতপ্ত পরিস্থিতিতে ঘি ঢালেন আরমান। এরই মাঝে বিশালের বন্ধু ভাবিন ভানুশালি আরমান মালিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন।
ঠিক কী দাবি করেছিলেন ভাবিন?
ভাবিন ভানুশালির দাবি, আরমানের বিরুদ্ধে আগেই ধর্ষণের অভিযোগ রয়েছে। তাহলে কীভাবে আরমানকে জাতীয় টেলিভিশনে রিয়েলিটি শোয়ের প্রতিযোগী করা হল? একজন ধর্ষক কীভাবে প্রকাশ্য দিবালোকে ঘুরতে পারেন? এরই মাঝে ভাইরাল ইউটিউবারের বিরুদ্ধে হওয়া FIR-এর কপি।
শুধু আরমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের মামলাই নয়, তাঁর বিরুদ্ধে মাদক মামলাতেও নাম রয়েছে তাঁর। অভিযোগ আরমান তাঁর পরিচারিকাকে মাদক খাইয়ে ধর্ষণ করতেন। এমনকি Bigg Boss-এর ঘরেও সেই প্রসঙ্গ উঠে আসে। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ যে দায়ের হয়েছিল, তা স্বীকারও করে নেন আরমান মালিক। যদিও তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হলেও, সেটা মিথ্যা। তাঁর প্রথম স্ত্রী পায়েলের পরিবারই নাকি সেই FIR দায়ের করেছিল।
সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে আরমান মালিকের বিরুদ্ধে দায়ের হওয়া সেই অভিযোগ পত্র। যদিও এটির সত্যতা হিন্দুস্তান টাইমসের তরফে খতিয়ে দেখা হয়নি।
এফআইআর অনুসারে, আরমানকে ২০১৯-এর ২৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়। এবং ২০১৯-এর ৭ জুন মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। সেসময় আরমান মালিকের স্ত্রী পায়েল মালিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছিল।কারণ পায়েলও নাকি সবটাই জানতেন।
এর আগে এক সাক্ষাৎকারে পায়েল মালিককে এই মামলাগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি এবিষয়ে সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেন এবং প্রশ্নগুলি এড়িয়ে যান।
এদিকে সম্প্রতি Bigg Boss-এর ঘর থেকে আরমান মালিক ও কৃতিকা মালিকের ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে। শুরু থেকেই দ্বিতীয় বউ কৃতিকার সংস্পর্শেই বেশি থাকার চেষ্টা করতেন আরমান। প্রায় দিনই একে অপরকে জড়িয়ে শুয়ে থাকতে দেখা যেত তাঁদের। এবার Bigg Boss-এর ঘরে রোম্যান্সে মজতে দেখা যায় তাঁদের। ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটপাড়ার একাংশ ছিঃ ছিঃ করতে শুরু করেছেন।