একদিকে যখন রণবীর আল্লাহবাড়িয়ার সময় রায়নার শোয়ে করা বেফাঁস মন্তব্য নিয়ে জোর বিতর্ক বেঁধেছে তখন আরেকদিকে তন্ময় ভাট যে রণবীরকে কটাক্ষ করেছিলেন অতীতে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। কী দেখা যাচ্ছে সেই পুরনো ভিডিয়োতে?
আরও পড়ুন: টলিউডে কাস্টিং কাউচের বাড়বাড়ন্ত! নামী ফটোগ্রাফারের নাম করে অর্ধনগ্ন শ্যুট করে ব্ল্যাকমেল তরুণীদের
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে তন্ময় ভাট এবং রণবীর আল্লাহবাড়িয়ার সেখানে দেখা যাচ্ছে বিয়ারবাইসেপ্স বলছেন, 'আউটকামের নিয়ে আমি একেবারেই ভাবিত নই। খালি কনটেন্ট বানিয়ে চলেছি।' এটা শুনেই তন্ময় বিদ্রূপের স্বরে বলে ওঠেন, 'রণবীর আর কেউ তোমার মতো ভিউজ নিয়ে ভাবে না। তুমি কেন বলছ যে তুমি আউটকাম নিয়ে ভাবো না। তুমি খালি ওটা নিয়েই ভাবো।'
জবাবে রণবীর বলেন, 'আমি রেজাল্ট ওরিয়েন্টেড। এখন আমার সময় মাথা আর আইব্রো কামিয়ে ফেলার।' তন্ময় ফের কটাক্ষ করেন রণবীরকে। বলেন, 'হ্যাঁ, আমি এটা গত ৮ বছর ধরে শুনছি। তুমি কেন এসব করতে থাকো? তুমি মেনে নাও না যে তুমি ব্যবসায়ী, ক্যাপিটালিস্ট যে খালি ভিউজ চায়। এটা মেনে নাও। এই ধার্মিক চিন্তা, কথাবার্তা এসব ভুয়ো।' জবাবে তিনি বলেন, 'না না, পৃথিবী আমার জোর করছে ক্যাপিটালিস্টিক হওয়ার জন্য।'
পরিশেষে তন্ময় ভাটকে বলতে শোনা যায়, 'প্রতি ছয়মাস অন্তর অন্তর বলো যে আমি একটা নতুন ব্যবসা আনছি বন্ধুরা। আবার একই সঙ্গে ধর্মীয় রিল পোস্ট করছ। কোন ধরনের ক্যাপিটালিজমের দালাল তুই? কেন সবাইকে মিথ্যে বলছিস? কত বড় মিথ্যাবাদী।'
এই ভিডিয়ো পোস্ট করে এক ব্যক্তি লেখেন, 'আধ্যাত্মিকতার পিছনে যে একটা মুখোশ পরা মুখ আছে ওর সেটা তন্ময় ফাঁস করে দিয়েছে। আসলে রণবীর যেভাবে কথা বলে মাঝে মাঝে ওকে কেমন অসুস্থ বলে মনে হয়।'
আরও পড়ুন: এত লম্বা! আমিরের ছেলে না অমিতাভের! ফারহার রাঁধুনির কথায় হাসলেন জুনায়েদ, অপ্রস্তুত কোরিওগ্রাফার
রণবীরের নতুন বিতর্ক
সম্প্রতি সময় রায়নার কমেডি শোতে অংশ নিয়েছিলেন রণবীর আল্লাহবাড়িয়া। সেখানেই তিনি এক প্রতিযোগীকে বলেন, 'আপনি কি আপনার বাবা মাকে আজীবন সেক্স করতে দেখবেন নাকি আপনিও তাতে একবার যোগ দিয়ে সেটাকে চিরতরে বন্ধ করবেন?' এরপরই চরম কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। তাঁদের নামে এই ঘটনার পর অভিযোগও দায়ের করা হয়েছে।