বাংলা নিউজ > বায়োস্কোপ > OMG 2 Box Office Day 1: বক্স অফিসে আশা জাগাচ্ছে ‘ওএমজি ২’, প্রথম দিনে কত আয় করল অক্ষয় কুমারের সিনেমা?

OMG 2 Box Office Day 1: বক্স অফিসে আশা জাগাচ্ছে ‘ওএমজি ২’, প্রথম দিনে কত আয় করল অক্ষয় কুমারের সিনেমা?

ওহ মাই গড ২-এর প্রথম দিনের আয় কত?

২০১২ সালের ওহ মাই গড-এর সিক্যুয়েল ওএমজি ২। রয়েছেন অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম। কত আয় করল ওহ মাই গড ২ প্রথম দিনে?

২০২২ সালে পরপর ফ্লপ দিয়েছিলেন অক্ষয় কুমার। এমনকী ২০২৩ সালের প্রথম ছবি সেলফি দিয়েও সাফল্যের মুখ দেখতে পারেননি তিনি। ফলত ওহ মাই গড ছবির সফল হোক তা মনেপ্রাণে চাইছে অক্ষয় কুমারের ভক্তরা। হল ফেরত সমীক্ষা, সমালোচকদের রিপোর্ট বলছে ছবি দারুণ হয়েছে। চলুন দেখে যাক ব্যবসা কেমন করল ছবিখানা প্রথম দিনে। 

অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ওহ মাই গড-এর সিক্যুয়েল এই সিনেমা। Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে ওএমজি ২-এর প্রথম দিনের আয় ৯.৫০ কোটি। শুক্রবার হিন্দি সিনেমার বাজারের ৩৭.৫৩ শতাংশ দখলে ছিল এই সিনেমার।  

সেই হিসেবে খুব একটা খারাপ শুরু করেনি ওএমজি২ সিনেমাটি। যেখানে অক্ষয় আর ইমরান হাসমির সেলফির প্রথম দিনের আয় ছিল মাত্র ২.৫৫ কোটির। তবে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিং পেয়েছে বলিউড থেকে শাহরুখ খানের পাঠান। আয় করেছিল ৫৫ কোটি। উল্টো দিকে, একই দিনে মুক্তি পাওয়া গদরের প্রথম দিনের আয় ৪০ কোটি। এটিও ২০০২ সালের ব্লববাস্টার হিট ‘গদর: এক প্রেম কথা’র সিক্যুয়েল। যাতে রয়েছেন সানি দেওল আর আমিশা পাটেল।

ওহ মাই গড ২ ছবিতে শিব হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। আর পঙ্কজ ত্রিপাঠি হলেন একজন শিবভক্ত। শিক্ষাব্যবস্থার সঙ্গে আইনি লড়াইয়ে নামবেন মনোজ ত্রিপাঠি। তার চরিত্রের নাম কান্তি শরণ মুগদল। ছবিতে রয়েছেন ইয়ামি গৌতম, উকিলের চরিত্রে। আরও পড়ুন: দিশা পাটানির সঙ্গে বিচ্ছেদের পর দিশা ধনুকাকে মন দিয়েছেন টাইগার? কী এই মেয়ের পেশা

মুক্তির আগে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল ওএমজি ২। আদিপুরুষের মতো যাতে কোনও নতুন বিতর্ক উসকে না দেয় এই ছবি সেদিকে নজর রেখে কড়া হয়েছিল সিবিএফসি। বাদ যায় বেশ কিছু দৃশ্য়। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। প্রযোজনায় বিপুল ডি শাহ, রাজেশ বহেল, অশ্বিন ভারডে। রিপোর্ট বলছে, ছবিটি তৈরির বাজেট ছিল ১৫০ কোটি। আরও পড়ুন: কারও হাতে হাতুড়ি, তো কারও হ্যান্ডপাম্প! ‘গদর ২’ দেখতে হলে পাগলামি সানি-ভক্তদের

তবে ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন দর্শকরা। পারফেক্ট বলিউড এন্টারটেনার হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিতে রয়েছে সমাজ সংস্কারের বার্তা। সেক্স এডুকেশন নিয়ে বড় টুইস্ট আছে ছবিতে। ফলত আশা করাই যাচ্ছে শনি আর রবিবারে, ছবির আয় আরও বাড়বে। অন্তত গত ১-২ বছরে যে ফ্লপ তকমা অক্ষয় কুমারের গায়ে সেঁটে গিয়েছে, তা সরিয়ে ফেলতে সাহায্য করবে ওহ মাই গড ২। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.