বাংলা নিউজ > বায়োস্কোপ > Swara Bhasker: সতীন কাঁটা! স্বামী ফাহাদ আহমেদের ‘আসল স্ত্রী’র কথা সামনে আনলেন স্বরা ভাস্কর

Swara Bhasker: সতীন কাঁটা! স্বামী ফাহাদ আহমেদের ‘আসল স্ত্রী’র কথা সামনে আনলেন স্বরা ভাস্কর

স্বরা-ফাহাদ

'আমাদের বন্ধু, কমরেড এবং ফাহাদের আসল পত্নী আরিশ কামারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। সবসময় আমাদের পাশে থাকার জন্য আমাদের কাগজপত্র আদালতে যথাসময়ে জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাক্ষী এবং সর্বকালের সেরা 'সতীন' হওয়ার জন্য!'

চলতি বছরেই সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে করে চমকে দিয়েছিলেন স্বরা। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের পর ঘটা করে হয়েছিল নানান অনুষ্ঠান। এখন স্বরা বলছেন, তাঁর নাকি সতীন আছে! অভিনেত্রীর কথায় হতবাক অনেকেই।

ইসলাম ধর্মে একাধিক বিয়ে করা কোনও নতুন ঘটনা নয়। তবে স্বরা ভাস্করের স্বামী সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি যুব সভাপতি ফাহাদ আহমেদের আরেক স্ত্রী থাকার খবরে অনেকেই তাজ্জাব বনে গিয়েছেন। কিন্তু কে এই স্বরার সতীন?

তাহলে বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। আসলে স্বরার এই সতীনটি হলেন স্বামী ফাহাদের প্রিয় বন্ধু আরিশ কামার। তাঁকেই স্বরা তাঁর সতীন বলে দাবি করেছেন। স্বরার কথায় আরিশই নাকি স্বামী ফাহাদের আসল স্ত্রী। আরিশের জন্মদিনে তাঁর উদ্দেশ্যেই এই বিশেষ পোস্ট করেছেন স্বরা ভাস্কার। অভিনেত্রী লিখেছেন, 'আমাদের বন্ধু, কমরেড এবং ফাহাদের আসল পত্নী আরিশ কামারকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই। সবসময় আমাদের পাশে থাকার জন্য আমাদের কাগজপত্র আদালতে যথাসময়ে জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ সাক্ষী এবং সর্বকালের সেরা 'সতীন' হওয়ার জন্য!' সঙ্গে আরিশ কামারের সঙ্গে ফাহাদের বেশকিছু ছবি শেয়ার করেছেন স্বরা। যেখানে তাঁকে বিয়ের অনুষ্ঠান থেকে হলি পার্চি, স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের অনুষ্ঠানের সময় স্বরা ও ফাহাদের পাশে পাশে থাকতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন-Exclusive Transgender Singer Anwesha: রূপান্তরকামী প্রতিযোগী হওয়ার কারণেই এত্ত আলোচনা? কী মত 'সুপার সিঙ্গার' অন্বেষার

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির রাজ্য সভাপতি যুব সভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে আচমকা বিয়ের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। জানিয়েছিলেন, ৬ জানুয়ারি তাঁদের আইত বিয়ে হয়েছে সঙ্গে আইনত বিয়ের বেশকিছু ছবি পোস্ট করেছিলেন স্বরা ভাস্কর। লেখেন, একটা মন্তাজ ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘কখনও কখনও আপনি যেটা চাইবেন, সেটা খোঁজার জন্য হয়ত অনেক দূরে যাবেন তবে দেখবেন সেটা আপনার কাছে রয়েছে। আমরা ভালোবাসা খুঁজছিলাম, তবে প্রথমে আমরা একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পেয়েছি। আমার হৃদয়ে তোমায় স্বাগত ফাহাদ। এই হৃদয় হয়ত একটু বিশৃঙ্খল তবে সেটা একান্ত আপনার।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় একটু মিষ্টিমুখ না হলে চলে ? বাড়িতেই বানিয়ে নিন নবদ্বীপের মিষ্টি দই ১২ বছরেও MBBS-এ পাশ করতে পারেনি, তার ‘চিকিৎসায়’ মারা গেল রোগী সপ্তমীর সকালেই বুধের প্রবেশ শুক্রের ঘরে, ৭ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে এক আকাশের নিচের সময়ও অভিনেত্রীদের হেনস্থা করতেন অরিন্দম! দাবি স্বস্তিকার পুজোর আগে রোজভ্যালির কয়েক কোটি টাকা ফেরত, কত করে পেলেন আমানতকারীরা? আমরা একটা পরিবার; ‘মিনি ডার্বির’ আগে বার্তা মহামেডানের মেসির দেশের ফরওয়ার্ডের 'CTRL'-এর স্ক্রিনিংয়ে অনন্যার প্রিয়বন্ধু সুহানার চমক! পাশে দাদা আরিয়ান পুজোর পোশাকের সঙ্গে পারফেক্ট দুল খুঁজে হয়রান? জেনে নিন সাজগোজের কিছু সহজ টিপস পুজোয় কেবল আয়েশ আর ভুরিভোজের প্ল্যান? ২রাত্তির কাটিয়ে আসুন বেলুন জলবাড়ি থেকে সপ্তমীতে ছোঁড়া হয় ৫ রাউন্ড গুলি! মালদার এই দুর্গাপুজোয় বিশেষ কারণে এই রীতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.