মা হওয়ার সুখবর ভাগ করবার পর থেকে আলিয়া ভাটকে নিয়ে চর্চা থামছেই না। এর মাঝেই ‘কফি উইথ করণ’-এর মঞ্চে হাজির হয়ে শোরগোল ফেলেছেন রণবীর ঘরণী। এই টক শো-এর প্রথম এপিসোড সুপারহিট। কফি উইথ করণ-এর মঞ্চ মানেই তো সেলেবদের জীবনের একগুচ্ছ সিক্রেট ফাঁস। এবারও তার অন্যথা হয়নি। রণবীরের সঙ্গে ‘সুহাগরাত’-এর অভিজ্ঞতা থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি শেয়ার করে নিয়েছেন মহেশ ভাট কন্যা।
এই চ্য়াট শো-তে আলিয়া এটাও ফাঁস করছেন যে দীর্ঘসময় ধরে বরের টুথব্রাশ ব্যবহার করতেন তিনি! তবে সবটাই ‘ভুলবশত’। ভাবছেন ব্যাপারটা কী? কফি বিঙ্গো' পর্বে এই মজার ঘটনা শেয়ার করে নেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি আসলে ভুল করে রণবীরের ব্রাশটা ব্যবহার করে ফেলতাম সবসময়। আমি কনফিউজ হয়ে যেতাম, যেহেতু দুটো ব্রাশ একই রকম দেখতে ছিল’।
এই ব্যাপারে আলিয়ার স্বামীর কী প্রতিক্রিয়া? ও কী খুশি ব্য়াপারটা জেনে? করণ পালটা প্রশ্ন করেন আলিয়াকে। অভিনেত্রী বলেন, ‘একদম নয়। ও তো বলতো আলিয়া তুমি আমার টুথব্রাশ ব্যবহার করা জলদি বন্ধ করো’। তবে এখন আর এই ভুল করেন না আলিয়া। ঝামেলা মেটাতে নতুন টুথব্রাশ কিনেছেন আলিয়া। আর সেটি বরের চেয়ে একদম অন্যরকম দেখতে।
রবিবার কাকভোরেই ইউরোপে ‘দ্য হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরে দেশে ফিরেছেন আলিয়া। বউকে ঘরে ফিরিয়ে আনতে এয়ারপোর্টে হাজির ছিলেন রণবীর। দু-মাস পর বরকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন হবু মা। এর মধ্যিখানেই আলিয়ার বেবি বাম্পের ছবিও ফাঁস হয়েছে। আপতত জুনিয়ার কাপুরের আসবার অপেক্ষায় দিনগুনছেন ‘রালিয়া’ ভক্তরা।