সলমন খানের জীবনে একাধিক নারীসঙ্গের কথা কারুর অজানা নয়। সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে ক্যাটরিনা, ইউলিয়া পেরিয়ে হালে পূজা হেগড়ের সঙ্গে ভাইজানের রোম্যান্সের চর্চা সর্বত্র। তবে সলমনের জীবনের সবচেয়ে চর্চিত রোম্যান্স পর্বে নাম জড়িয়ে রয়েছে ঐশ্বর্য রাইয়ের। সলমন-ঐশ্বর্যর প্রেম কারুর অজানা নয়। সোমি আলির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি রাই সুন্দরীতে মোহিত হয়েছিলেন সলমন। এরপর একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ে দুজনের।
কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি সলমন-ঐশ্বর্যর রোম্যান্স। দ্রুতই মোহভঙ্গ হয় ‘হাম দিল দে চুকে সনম’ নায়িকার। সলমন-ঐশ্বর্যর বিচ্ছেদ পর্ব নিয়েও কম চর্চা হয়নি। এমনকি সলমনের বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ এনেছিলেন অ্যাশ। শুধু তাই নয়, সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও সলমন পিছু ছাড়েননি ঐশ্বর্যর, এমন অভিযোগও ছিল নায়িকার। তবে সে-সব দু-দশক আগের কথা! জীবনখাতে অনেকটা পথ পেরিয়ে এসেছেন দুজনেই।
একই ইন্ডাস্ট্রির অংশ হলেও পরস্পরকে যতটা সম্ভব এড়িয়ে চলেন সলমন-ঐশ্বর্য। তবে শনিবার আম্বানিদের পার্টিতে একফ্রমে বন্দি হলেন দুজনে! হ্যাঁ, গল্প নয় একদম সত্যি কথা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। ‘নীতা মুকেশ আম্বানি কালচালার সেন্টার’-এর লঞ্চের দ্বিতীয় দিনও হাজির হয়েছিলেন সলমন-শাহরুখরা। হলিউড তারকা টম হল্যান্ড, জেন্ডেয়ার সঙ্গে ছবির জন্য পোজ দিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিতে ধরা দেন হোস্ট নীতা আম্বানিও। ভাইরাল এই ছবিটি লক্ষ্য করলে স্পষ্টই দেখা যাবে ছবির একদম বাঁ দিকে মেয়ে আরাধ্যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বর্য। সম্পূর্ণ অজান্তেই একফ্রেমে বন্দি হয়েছেন দুজনে। তবুও এই ছবি দেখে ‘জিয়া-নস্টাল’ সলমন-ঐশ্বর্য ভক্তদের। নন্দিনী-সমীরের অমসম্পূর্ণ প্রেম কাহিনির বাস্তব প্রতিচ্ছবি সলমন-ঐশ্বর্যর কাহিনি।
এই ছবি দেখে এক জনৈক লেখেন, ‘একফ্রেমে সলমন-ঐশ্বর্যকে দাঁড় করানোর ক্ষমতা শুরু লেজেন্ড নীতা আম্বানিরই আছে’। অপর একজন লেখেন, ‘ক্যামেরাম্যানের প্রশংসা না করে থাকা যাচ্ছে না, সলমন-ঐশ্বর্যকে একফ্রেমে বন্দি করা! অসাধারণ কীর্তি’। অনেকেই এই ফ্রেম দেখে বিশ্বাসই করতে পারছেন না যে সলমন-ঐশ্বর্য অজান্তে হলেও একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন!
এদিন কালো রঙা শারারায় সেজেছিলেন ঐশ্বর্য, আরাধ্যার দেখা মিলল সোনালি সালোয়ার স্য়ুটে। আম্বানিদের সাংস্কৃতিক মঞ্চের লঞ্চ ইভেন্টে দু-দিনই মেয়ের হাত ধরে পৌঁছেছিলেন ঐশ্বর্য, দেখা মেলেনি অভিষেকের। অন্যদিকে সবুজ রঙা ব্লেজার আর ম্যাচিং প্য়ান্টে এদিনের পার্টির শোভা বাড়ালেন ভাইজান।
২০০২ সালে বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছিলেন সলমন-ঐশ্বর্য। এরপর কোনওদিনই আর সলমনের সঙ্গে কোনও যোগাযোগ রাখেননি রাই সুন্দরী। পরবর্তীতে ২০০৭ সালে বচ্চন পুত্র অভিষেকের সঙ্গে সংসার পাতেন ঐশ্বর্য, সলমন অবশ্য ষাটের দোরগোড়ায় পৌঁছেও সিঙ্গল!